সোমবার ১০ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

নিউইয়র্কে

হৃদয়ে বাংলাদেশ’র বর্ণাঢ্য বিজয় র‌্যালি

এনা অনলাইন :   |   সোমবার, ২০ ডিসেম্বর ২০২১   |   প্রিন্ট   |   13052 বার পঠিত

হৃদয়ে বাংলাদেশ’র বর্ণাঢ্য বিজয় র‌্যালি

বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ১৯ ডিসেম্বর রোববার দুপুরে নিউইয়র্কে বিজয় শোভাযাত্রার আয়োজন করেছে সামাজিক-সাংস্কৃতিক সংগঠন হৃদয়ে বাংলাদেশ। ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় এশিয়ান ড্রাইভিং স্কুলের দেয়ালে অঙ্কিত বাংলাদেশ ম্যুরাল’র সামনে বিজয় উৎসব করে সংগঠনটি। বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে রঙিন ব্যানার, পোষ্টার, ফেষ্টুন হাতে, মাথায় বাংলাদেশের পতাকা বেধে বর্ণাঢ্য এ শোভাযাত্রায় অংশ নেন মুক্তিযোদ্ধা, কবি, সাহিত্যিক, সাংবাদিক, ব্যবসায়ী, সংস্কৃতিকর্মী, সমাজকর্মী, রাজনীতিবিদ, শিশু-কিশোরসহ প্রবাসী বাংলাদেশীরা।

বিজয় শোভাযাত্রাটি স্টারলিং-বাংলাবাজারের এশিয়ান ড্রাইভিং স্কুলের বাংলাদেশ ম্যুরাল’র সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে বাংলাদেশ ম্যুরালের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হৃদয়ে বাংলাদেশ’র সভাপতি সাইদুর রহমান লিংকনের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক পল্লব সরকারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল এস এম নাজমুল হাসান। গেস্ট অব অনার ছিলেন নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিওম্যান ক্যারীনেস রেইস।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম বাদশা, মূলধারার রাজনীতিক আব্দুস শহীদ, সমাজকর্মী সিরাজ উদ্দিন আহমদ সোহাগ, নারী নেত্রী ফরিদা ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক সাইয়্যিদ মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মনজুর আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আবু কায়সার চিশতি, বীর মুক্তিযোদ্ধা মুন্সী বসির উদ্দিন, হৃদয়ে বাংলাদেশ’র সাংগঠনিক সম্পাদক মাকসুদা আহমেদ, কমিউনিটি এক্টিভিস্ট রফিকুল ইসলাম, শেখ জামাল হোসেন, সুব্রত তালুকদার, বাছির খান, মিয়া মোহাম্মাদ দাউদ, নুরে আলম জিকু, শাহ বদরুজ্জামান রুহেল, কাজী রবিউজ্জামান, অধ্যাপক সানা উল্লাহ, লস্কর মইজুর রহমান জুয়েল প্রমুখ। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করে নতুন প্রজন্মের মায়া এঞ্জেলিকা। হৃদয়ে বাংলাদেশ ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Comments

comments

Posted ১১:৫১ অপরাহ্ণ | সোমবার, ২০ ডিসেম্বর ২০২১

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997