সোমবার ১৪ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ ডে প্যারেড আয়োজনে ব্যাপক প্রস্তুতি

এনা :   |   রবিবার, ০৫ মে ২০২৪   |   প্রিন্ট   |   12725 বার পঠিত

বাংলাদেশ ডে প্যারেড আয়োজনে ব্যাপক প্রস্তুতি

বাংলাদেশ ডে প্যারেডের ব্যাপক প্রস্তুতি চলছে। এই প্যারেডে কমিউনিটির বিভিন্ন সংগঠন অংশ নেবে। যারা সংগঠনের ব্যানারে অংশ নিতে চান, তাদের নিবন্ধন চলছে। নিবন্ধন করে প্রতিষ্ঠানের মাধ্যমে প্যারেডে অংশ নিতে পারবেন। প্যারেডে বাংলাদেশের বিভিন্ন দিক তুলে ধরা হবে। বিশেষ করে, বাংলাদেশের শিল্প ও সংস্কৃতিকে তুলে ধরা হবে।

বাংলাদেশ প্যারেডে কারা কারা অতিথি থাকতে পারেন, এ বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানে নিউইয়র্ক স্টেটের গভর্নর ক্যাথি হোকুলকে রাখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি থাকছেন কি না এখনো নিশ্চিত নয়। ইতিমধ্যে নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস থাকবেন বলে নিশ্চিত করেছেন। ডিস্ট্রিক্ট ২৫ এর কাউন্সিল মেম্বার শেখর কৃষ্ণান, কাউন্সিলওমেন শাহানা হানিফ, নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনালের নাজমুল হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও এনআর ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরীর থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জেবিবিএর প্রেসিডেন্ট হারুন ভূইয়া, জাস্টিস থমাস রাফায়েল, বাংলাদেশ সোসাইটির ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমেদ।

আগামী ২৬ মে বেলা ১১টা থেকে বিকাল তিনটা পর্যন্ত এই প্যারেড অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে থাকবে কুজকাওয়াজ, পতাকা প্রদর্শন, লাইভ ব্যান্ড ও গাড়ি এবং ট্রাক মিছিল। ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’Ñএই গান বাজতে থাকবে। অনুষ্ঠানের আহ্বায়কের দায়িত্বে রয়েছেন শাহনেওয়াজ, প্রধান উপদেষ্টা গিয়াস আহমেদ, উপদেষ্টা অ্যাটর্নি মঈন চৌধুরী, উপদেষ্টা আব্দুর রব, উপদেষ্টা শাহ জে চৌধুরী, প্রধান সমন্বয়কারী ফাহাদ সোলায়মান আর সদস্যসচিব হিসেবে রয়েছেন তরিকুল ইসলাম হোসাইন বাদল। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন খলিলুর রহমান, প্যারেড কো-অর্ডিনেটর নূরুল আজিম, প্যারেড কো-অর্ডিনেটর ফরিদা ইয়াসমিন, প্রধান সাংস্কৃতিক সমন্বয়কারী সবিতা দাস। সভাপতির দায়িত্ব পালন করবেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএ ইনকের সভাপতি শাহ শহিদুল হক ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান।

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভলপমেন্ট ইউএসএ ইনক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান বলেন, অনুষ্ঠানে গভর্নর ক্যাথি হোকুলকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি এখনো নিশ্চিত করেননি। তবে নিউইয়র্ক সিটি মেয়র অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। অনুষ্ঠানে ইতিমধ্যে থাকার জন্য ৪১টি সংগঠন নিশ্চিত করেছে। দিন যত যাবে আরো বিভিন্ন সংগঠন সম্পৃক্ত হবে।

এদিকে প্যারেডের প্রস্তুতি নিয়ে গত ২৯ এপ্রিল স্মার্টটেকের অফিসে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা সেখানে তাদের মতামত দিয়েছেন। বৈঠক সূত্রে জানা গেছে, এর আগে জ্যাকসন হাইটসে এ ধরনের কোনো প্যারেড হয়নি। এবারের প্যারেডে বাপার একটি অশ্বারোহী দল অংশ নেবে। তারা থাকবে সবচেয়ে আগে। কারেকশন অফিসারদের দুটি দলসহ একাধিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা পোশাকে প্যারেডে অংশ নেবেন। ইতিমধ্যে বাপা ও কারেকশন অফিসারদের গ্রুপগুলো পোশাকে প্যারেডে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। বাপা এই প্যারেডের নেতৃত্ব দেবে এবং নিয়ন্ত্রণ করবে। এই প্যারেডে বাংলাদেশের জাতীয় পশু, ফল, ফুল, পাখিসহ বিভিন্ন জাতীয় বিষয় তুলে ধরা হবে। এগুলোর জন্য ইতিমধ্যে অর্ডার দেওয়া হয়েছে।

প্যারেড করার জন্য প্রথমে বাজেট বেশি ধরা হলেও এখন তা কমিয়ে ৮০ হাজার ডলারে নিয়ে আসা হয়েছে। এই বাজেটের অর্থ কনভেনর এবং বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান দেবে। যেসব সংগঠন অংশ নেবে, তারাও ডোনেশন দেবে। এই প্রোগ্রাম করার জন্য সিটি কিংবা স্টেট সরকারের কারও কাছ থেকে আর্থিক কোনো অনুদান পাওয়া যায়নি। আয়োজকেরা আশা করছেন, সবার সহযোগিতায় একটি সফল প্যারেড সম্পন্ন হবে।

গত ২৯ এপ্রিল সন্ধ্যা ৭ টায় জ্যাকসন হাইটস এর ‘স্মার্ট টেক’ এর প্রধান কার্যালয়ে ‘বাংলাদেশ ডে প্যারেড এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএ’র প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ডে প্যারেড এর চেয়ারপারসন শাহ শহিদুল হক সাঈদ। সভায় অন্যান্যদের মধ্যে ছিলেন বাংলাদেশ ডে প্যারেডের আহ্বায়ক শাহ নেওয়াজ, প্রধান উপদেষ্টা গিয়াস আহমেদ, উপদেষ্টা পরিষদ এর লিগ্যাল এডভাইজার এটর্নি মঈন চৌধুরী, অন্যতম এডভাইজার নুরুল আজীম, জেবিবিএর সাধারণ সম্পাদক তারিক হাসান খান, বাংলাদেশ ডে প্যারেডের প্রধান সমন্বয়কারী যায়েদ সোলাইমান, সদস্য সচিব তরিকুল ইসলাম বাদল,ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএ’র সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান। এছাড়াও সভায় বাংলাদেশী কমিউনিটির বেশ কিছু নেতা অংশ নেন। দীর্ঘ সময়ব্যাপী চলা এ সভায় বাংলাদেশ ডে প্যারেড এর উত্তাল তরঙ্গ বিশ্ব ব্যাপী ছড়িয়ে দিতে সবাই বদ্ধ পরিকর হন।

বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতির লাল সবুজ আবেশ আমেরিকার বুকে ছড়িয়ে দেবার প্রত্যয়ে আগামী ২৬ মে রোববার সকাল ১১ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত নিউ ইয়র্কের লিটল বাংলাদেশ খ্যাত জ্যাকসন হাইটস এর ৬৯-৮৭ স্ট্রিটের ৩৭ এভিনিউতে আয়োজন করা হচ্ছে ‘বাংলাদেশ ডে প্যারেড’। থাকবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের সংস্কৃতি উপস্থাপন, যেমন খুশি তেমন সাজো, পুলিশ প্যারেড, সহস্র কণ্ঠে দেশের গান, বাংলাদেশ এবং আমেরিকার উচ্চ পদস্থ কর্মকর্তা বৃন্দসহ খ্যাতনামা ব্যক্তিদের পদচারণা। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী মহোদয়কে বিশেষ ভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস এই প্যারেডের ভিআইপি মার্শাল হিসেবে উপস্থিত থাকবেন বলে আহ্বায়ক শাহ নেওয়াজ নিশ্চিত করেছেন। এছাড়াও স্থানীয় কংগ্রেসম্যান ও ওম্যানদের ও আমন্ত্রণ জানানো হয়েছে। এই প্যারেড নিয়ে রাষ্ট্রদূত, কনস্যুলেট জেনারেল ইন বাংলাদেশ, নিউইয়র্ক এর সাথে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে।

বাংলাদেশ এবং আমেরিকার জাতীয় সঙ্গীত এর মাধ্যমে প্যারেডের সূচনা হবে। ৬৯ স্ট্রিট থেকে শুরু হওয়া এই প্যারেড শেষ হবে ৮৭ স্ট্রিটে। প্যারেড চলাকালীন দুপাশের রাস্তায় থাকবে বাংলাদেশ এবং আমেরিকার পতাকা সহ আমাদের দেশের সংস্কৃতির নানান ছোঁয়া। যা আমাদের নতুন প্রজন্ম এবং আমেরিকার জনগণের কাছে শিক্ষণীয় হয়ে থাকবে।

এ আয়োজনে দল মত নির্বিশেষে একক কিংবা দলীয়ভাবে অংশ গ্রহণের ব্যবস্থা রয়েছে। যারা আগে নাম তালিকাভুক্তি করবেন তাদের নাম আগে ডাকা হবে এবং আগে সিরিয়াল পাবেন। প্রতিটি সংগঠনের জন্য ২০০ ডলার এবং একক অংশ গ্রহণের জন্য ৫০ ডলার রেজিস্ট্রেশন ফি ধরা হয়েছে।

Facebook Comments Box

Comments

comments

Posted ১১:৫৩ অপরাহ্ণ | রবিবার, ০৫ মে ২০২৪

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997