শুক্রবার ১৩ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকে সর্বাত্মক সহায়তা দেবে জাতিসংঘ: অ্যান্তোনিও গুতেরেস

এনা :   |   রবিবার, ১৬ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   37 বার পঠিত

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকে সর্বাত্মক সহায়তা দেবে জাতিসংঘ: অ্যান্তোনিও গুতেরেস

রোহিঙ্গাদের আশ্রয় দেয়া বাংলাদেশের মানবিক মূল্যবোধের এক অন্যতম নিদর্শন। আন্তর্জাতিক সম্প্রদায়ের বিষয়টিকে অবহেলা করার সুযোগ নেই। রোহিঙ্গা সমস্যা সমাধানে দেশটিকে সর্বাত্মক সহায়তা দেবে জাতিসংঘ— এমন মন্তব্য করেছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

শনিবার (১৫ মার্চ) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সাথে বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

জাতিসংঘ মহাসচিব বলেন, রোহিঙ্গাদের সাথে একাত্মতা পোষণ করতে বাংলাদেশে এসেছি। তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা। এ সময় কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের মানবিক বিপর্যয় চলছে। তাদের মানবিক সহায়তাকে প্রাধান্য দিতেই হবে। এ সময় আন্তর্জাতিক সম্প্রদায়ের হাত বাড়ানোর আহ্বানও জানান তিনি।

তিনি আরও বলেন, গণতন্ত্র ও উন্নয়নের পথে এগোতে বাংলাদেশের জনগণের আশাবাদ আমাকে চমৎকৃত করেছে। দেশটির জন্য এখন একটি গুরুত্বপূর্ণ সময় যাচ্ছে। সংস্কার ও পরিবর্তনের পথে জাতিসংঘ বাংলাদেশকে সব ধরনের সাহায্য করবে।

শান্তিরক্ষা মিশন প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষায় অন্যতম দেশ। শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা বিশ্বের অন্যতম বিপদসংকুল জায়গায় কাজ করে থাকে।

এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, রোহিঙ্গাদের সম্মানের সাথে নিজ দেশে ফেরত পাঠাতে জাতিসংঘের সাথে কাজ করছে সরকার। সংস্থাটি সংস্কারের বিষয়ে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে। এ সময় বাংলাদেশ নিয়ে অপপ্রচারের বিষয়ে জাতিসংঘ মহাসচিব উদ্বেগ প্রকাশ করেছেন বলেও জানান তিনি।

Facebook Comments Box

Comments

comments

Posted ১২:২৫ পূর্বাহ্ণ | রবিবার, ১৬ মার্চ ২০২৫

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997