কর্মরত বৃহত্তর সিলেটের পেশাদার সাংবাদিকদের সংগঠন সিলেট বিভাগ সাংবাদিক সমিতির (সিবিসাস) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক স্বপ্নবাংলার ভারপ্রাপ্ত সম্পাদক কাজী তোফায়েল আহমেদ আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চ্যানেল এসের পরিচালক ও বার্তা প্রধান শংকর মৈত্র।
শুক্রবার বিকেলে রাজধানীর একটি হোটেলে বার্ষিক সাধারণ সভা ও প্রথম সম্মেলনে সর্বসম্মতিক্রমে নতুন এ নেতৃত্ব নির্বাচন করা হয়। পূর্ণাঙ্গ কমিটি আগামী ১০ দিনের মধ্যে গঠন করা হবে।
এদিকে সম্মেলনকে ঘিরে দিনভর সিলেটি সাংবাদিকদের পদচারণায় মুখর হয়ে উঠে পুরো অনুষ্ঠান।
আলোচনা সভা অনুষ্ঠানে সিবিসাসের সভাপতি আজিজুল পারভেজের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক শামীম আজাদ, প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মুস্তাফিজ শফি, ঢাকা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক রিয়াজ আহমেদ, ডেইলি অবজারভারের কনসালটেন্ট(এডিটর) ফারুক আহমেদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাফিউল আলম নাদেল, মুদ্রণ সমিতির সাবেক সভাপতি তোফায়েল হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের অধ্যাপক ডাঃ মামুন আল মাহতাব (স্বপ্নীল), সুনাগঞ্জের সমাজসেবক সেলিম আহমেদ প্রমুখ।
সিলেট-৩ ফেঞ্চুগঞ্জ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান টেলিফোনে শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ঝর্ণা মনি।
পরে প্রধান নির্বাচন কমিশনার ইখতিয়ার উদ্দিনের নেতৃত্ব কমিশন সদস্যরা সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করেন।
পারস্পারিক সম্পর্ক, পেশাগত উৎকর্ষ এবং পেশার মাধ্যমে নিজ এলাকার মানুষের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে ২০২১ সালে সংগঠনটি যাত্রা শুরু করে।
Posted ৮:৫৭ অপরাহ্ণ | শুক্রবার, ২০ জানুয়ারি ২০২৩
America News Agency (ANA) | ANA