এনা : | শনিবার, ০২ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 96 বার পঠিত
অবৈধভাবে বসবাসের অভিযোগে ৩৯ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। আজ শনিবার সকালে যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান তাদের নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগে ৬০ জনকে ফেরত পাঠানোর কথা শোনা গেলেও চূড়ান্তভাবে ৩৯ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষের ব্যাপক ধরপাকড়ের মধ্যে এই বাংলাদেশিদের ফেরত পাঠানো হলো। ট্রাম্প প্রশাসন ক্ষমতা গ্রহণের পর থেকেই দেশটিতে অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম জোরদার করেছে।
Posted ৭:২৭ অপরাহ্ণ | শনিবার, ০২ আগস্ট ২০২৫
America News Agency (ANA) | ANA