এনা : | শনিবার, ০২ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 68 বার পঠিত
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় দেশটির কুয়ানতান শহরে ইস্ট কোস্ট হাইওয়ের পিলারের কাছে এই দুর্ঘটনা ঘটে।
কুয়ানতান জেলার ভারপ্রাপ্ত পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আদলি মাত দাউদের বরাত দিয়ে মালয়েশিয়ার সংবাদ মাধ্যম দ্য স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি টয়োটা অ্যাভাঞ্জা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে। এ সময় ঘটনাস্থলেই তিনজন মারা যান। নিহতরা হলেন- গাড়িচালক সাব্বির হাসান (৩০), যাত্রী জাহিদ হাসান (২১) ও আবদুল্লাহ (২৪)। তারা সকলেই বাংলাদেশি নাগরিক।
এছাড়া গাড়িতে থাকা দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের কুয়ানতানের টেংকু আমপুয়ান আফজান হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, হাবিব বিশ্বাস (৪৫) ও মনিরাম চন্দ্র বসু (৪০)।
প্রাথমিক তদন্তের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়েছে, গাড়িটি কুয়ানতান থেকে কুয়ালালামপুরের দিকে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, পথে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তার বাম পাশে ছিটকে পড়ে।
পুলিশ জানিয়েছে, নিহত চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না। পাশাপাশি গাড়িটির রোড ট্যাক্স চলতি বছরের মে মাসে মেয়াদোত্তীর্ণ হয়েছে। তদন্তে এসব বিষয় খতিয়ে হচ্ছে।
দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করছে পুলিশ। নিহতদের মরদেহ স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
Posted ৫:৫২ অপরাহ্ণ | শনিবার, ০২ আগস্ট ২০২৫
America News Agency (ANA) | ANA