একজন ক্রিকেটের বিশ্বমঞ্চে নিজেকে সেরা হিসেবে মেলে ধরেছেন অন্যজন বাংলা সিনেমার রাজাসনে বসে আছেন। দুজনই দুই অঙ্গনে সেরা। বলা হচ্ছে ক্রিকেটার সাকিব আল হাসান ও চিত্রনায়ক শাকিব খানের কথা। কাকতালীয়ভাবে এ দুজনই এখন যুক্তরাষ্ট্রে। সেই সুবাদে দুজনই বসলেন একই মঞ্চে।
তাদের নিয়ে শো টাইম মিউজিক আয়োজন করে ‘মিট অ্যান্ড গ্রিট উইথ দ্য ওয়ার্ল্ড সুপারস্টার সাকিব আল হাসান অ্যান্ড ঢালিউড কিং শাকিব খান’।
শুক্রবার (২৯ জুলাই) স্থানীয় সময় রাত ৮টায় নিউইয়র্কে ‘ওয়ার্ল্ড ফেয়ার ম্যারিনায়’ এটি আয়োজন করা হয়।
অনুষ্ঠানের আয়োজক আলমগীর খান আলম বলেন, ‘সাকিব আল হাসান এবং শাকিব খান দুজনই বাংলাদেশের গর্ব। দুজনই নিজেদের অঙ্গনের সবচেয়ে বড় তারকা। যুক্তরাষ্ট্রেও তাদের অনেক ভক্ত-শুভাকাঙ্ক্ষী রয়েছে। তাদের কথা মাথায় রেখেই আমাদের এ আয়োজন।’
এদিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজের আগে ছুটি নিয়ে অবসর কাটাচ্ছেন সাকিব। দেশে সম্প্রতি করেছেন একটি মুঠোফোন অপারেটরের বিজ্ঞাপন। সেটি সেরেই যুক্তরাষ্ট্রে উড়াল দেন এ তারকা।
অন্যদিকে, গত নভেম্বর থেকে দেশটিতে আছেন শাকিব খান। নিজের প্রযোজিত ‘রাজকুমার’ ছবির কাজ শেষ করে দেশে ফেরার কথা রয়েছে তার।
Posted ৬:১৮ অপরাহ্ণ | শনিবার, ৩০ জুলাই ২০২২
America News Agency (ANA) | ANA