শুক্রবার ১৩ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

ভেসেলে বাড়ছে পর্যটকদের ভিড়

এনা :   |   বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫   |   প্রিন্ট   |   12 বার পঠিত

ভেসেলে বাড়ছে পর্যটকদের ভিড়

হাডসন ইয়ার্ডসের কেন্দ্রবিন্দুতে অবস্থিত এ স্থাপনায় চলতি গ্রীষ্মে বেড়েছে পর্যটকদের ভিড়। ভেসেলের নকশায় আকর্ষণীয় কিছু পরিবর্তনের পাশাপাশি বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নিউ ইয়র্ক সিটির ব্যস্ততার মধ্যে যেন প্রশান্তির পরশ দৃষ্টিনন্দন শিল্পকর্ম ‘দ্য ভেসেল’। এর প্রতিটি ধাপে রয়েছে ভিন্ন এক দিগন্ত।

ওয়েস্ট সাইডে হাডসন ইয়ার্ডসে অবস্থিত ১৬ তলা বিশিষ্ট ১৫০ ফুট উচ্চতার এ স্থাপত্যকর্ম দেখতে অনেকটা মৌমাছির চাকের মতো। ২০১৯ সালের মার্চ মাসে এটি উদ্বোধন করা হয়। ব্রিটিশ ডিজাইনার টমাস হিদারউইক এটি ডিজাইন করেন এবং এটি হাডসন ইয়ার্ডস উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবেই নির্মিত হয়।

ভেসেলটির ১৫৪টি সিঁড়ি, ২ হাজার ৫০০টি ধাপ এবং ৮০টি ল্যান্ডিং দর্শনার্থীদের দারুণ এক অভিজ্ঞতা নেওয়ার সুযোগ করে দেয়, তবে এর সঙ্গে করুণ ইতিহাসও জড়িত।

ভেসেল উদ্বোধনের মাত্র এক বছরের মধ্যেই এখান থেকে লাফিয়ে আত্মহত্যা করেন চার ব্যক্তি। ফলে ২০২১ সালে এটি বন্ধ করে দেওয়া হয়।

নিরাপত্তা বৃদ্ধির জন্য ভেসেলে এখন ফ্লো-টু-সিলিং স্টিল মেশ ব্যারিয়ার স্থাপন করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে এর উন্মুক্ত ছাদটি। কোনো দর্শনার্থীকে একা প্রবেশ করতেও দেওয়া হয় না এখানে। প্রতিটি ফ্লোরে আছেন নিরাপত্তা কর্মী।

নতুন নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে ভেসেল আবারও নিউইয়র্ক সিটির একটি প্রধান পর্যটন আকর্ষণ হয়ে উঠেছে। এর অনন্য নকশা ও অভিজ্ঞতা মুগ্ধ করছে দর্শনার্থীদের।

অন স্পট ও হাডসন ইয়ার্ডের অফিশিয়াল ওয়েবসাইট থেকে ভেসেলের প্রবেশ টিকিট পাওয়ার সুযোগ রয়েছে। প্রতিটি টিকিটের মূল্য ১০ ডলার। ভবনের ভেতর স্ট্রলার প্রবেশের সুযোগ নেই, তবে হুইলচেয়ার ব্যবহারকারীদের জন্য আছে বিশেষ এলিভেটর।

হাডসন নদীর পাড়ে ১৬ তলা ভবনটি পর্যটকদের নজর কেড়েছে তার ভিন্ন রকম অবকাঠামোর কারণে। ২০২১ সালে এখানে কয়েকটি দুঃখজনক আত্মহত্যার কারণে এটি সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। ২০২৪ সালের অক্টোবরে আবারও খুলে দেয়া হয় ভেসেল। এ কারণে উচ্ছ্বাস প্রকাশ করেন এখানে আগত পর্যটকরা।

Facebook Comments Box

Comments

comments

Posted ৮:৪১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997