শুক্রবার ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

এনা অনলাইন :   সোমবার, ১৮ এপ্রিল ২০২২ 12772
নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স  ক্লাবের  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নিজেদের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি এবং সারা বিশ্বের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে প্রবাসের অন্যতম ও ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অব লায়ন্স ক্লাবএর অধীনস্থ নিউ ইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল গত শুক্র বার ১৫ই এপ্রিল ,২০২২ উড সাইড এর গুলশান টেরেসে অনুষ্ঠিত হয়। লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট ২০–আর ২ নিউ ইয়র্ক এবং নিউ ইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের সদস্যবৃন্দ ছাড়াও প্রবাসের দুই শতাধিক সম্মানিত অতিথিবৃন্দ এই ইফাতার ও নৈশভোজে অংশগ্রহণ করেন।

ক্লাব সভাপতি লায়ন আহসান হাবিব এর সভাপতিত্বে ও সেক্রেটারি লায়ন মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন আহলে বাইয়াত মসজিদের সম্মানিত খতিব মাওলানা মুফতি মোঃ সাইয়েদ আনসারুল ইসলাম,রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন লায়ন আবেদা খানাম। সঞ্চালনায় সহযোগিতায় ছিলেন মেম্বার সেক্রেটারি লায়ন হাসান জিলানী ,লায়ন এ এফ এম মেসবাহুজ্জামান।

এই সফল ইভেন্টের কনভেনার ছিলেন ও বিশিষ্ট রিয়েল এস্টেট ইনভেস্টর লায়ন নুরুল আজিম ও চিফ কোঅর্ডিনেটর লায়ন ফাহাদ সোলাইমান।কনভেনিং কমিটির অন্নান্য সদস্য বৃন্দরা ছিলেন লায়ন জে এফ এম রাসেল ,লায়ন রুহুল আমিন ,লায়ন আবেদা খানম ,লায়ন ফেমড রকি, লায়ন আকাশ রহমান ,লায়ন জাহাঙ্গীর আলম জয়।

বক্তব্য রাখেন কনভেনার লায়ন নুরুল আজিম ,ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট লায়ন আসেফ বারী ,জে বি বি এ এর প্রেসিডেন্ট লায়ন গিয়াস আহমেদ ,জে বি বি এ (নিউ ইয়র্ক) এর প্রেসিডেন্ট লায়ন হারুন ভূঁইয়া, কুইন্স ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার পদপ্রার্থী লায়ন শাহ নেওয়াজ সিভিল কোর্ট জাজ সোমা সায়ীদ ,কুইন্স ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট ২৪এ এসেম্বলীম্যান পদপ্রার্থী লায়ন মিজানুর আর চৌধুরী। লায়ন্স ক্লাব (ডিস্ট্রিক্ট ২০–আর ২)পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন আলী পেরেজ , দ্বিতীয় ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর পদপ্রার্থী লায়ন টেরি পালাদিনা বামগার্টেন , বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি লায়ন আব্দুর রহিম হাওলাদার।

সম্মানিত উল্লেখযোগ্য উপস্থিতির মধ্য ছিলেন পুলিশ ডিপার্টমেন্ট সার্জেন্ট এরশাদ সিদ্দিক ,পুলিশ অফিসার জামিল সারওয়ার ,ডাঃ মাসুদুর রহমান ,লায়ন ডাঃ চৌধুরী সারওয়ার হাসান ,ডাঃ জাহাঙ্গীর আলম ,ডাঃ শাহনাজ আলম লিপি , নাসির আলী খান পল ,জে বি বি এ নেতা মোহাম্মদ নমি ,রিয়ালটোৰ মইনুল ইসলাম ,ফোবানা ভাইস প্রেসিডেন্ট লায়ন কাজী আজম ,ফোবানা এক্সেকিউটিভ মেম্বার লায়ন ফিরোজ আহমেদ ,পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মেধাদী সাই ও আমাদো সাই , লায়ন জেনারেল(অবঃ) সিড ,লায়ন জিমি চো, ব্যাবসায়ী শাহজাহান চৌধুরী,রিয়ালটোৰ বেলাল চৌধুরী,শো টাইম মিউজিক সি ই ও আলমগীর খান আলম ,বিশিষ্ট সংগীত শিল্পী ত্রিনিয়া হাসান ,চন্দন চৌধুরী ,চন্দ্রা রায় ,শামীম সিদ্দিকী,রোজি আজাদ ,হাসান ইমাম ,হুমায়ুন কবির ,এডভোকেট মুজিবুর রহমান ,রিয়ালটোৰ রুমন রেজাউল ,ফারহানা আলম,খান টিউটোরিয়াল এর চেয়ারম্যান নাইমা খান ও সি ই ও ডাঃ ইভান খান,জ্যাকসন হাইটস ফ্রেন্ডস সোসাইটি সাঃ সম্পাদক মুনজুর মোর্শেদ,ঝর্ণা ফাত্তাহ, কমিউনিটি এক্টিভিস্ট আব্দুর রশিদ বাবু ও বিশিষ্ট ব্যাবসায়ী রেদওয়ান হক, আশা হোম কেয়ার এর ডিরেক্টর আশা খান। ।

ঢাকা এ টি এন টিভি সাংবাদিক সায়ীদ তারেক ,পরিচয় সম্পাদক নাজমুল আহসান ,সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডাঃ ওয়াজেদ এ খান,আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাব সভাপতি রাশেদ হাসান , সাপ্তাহিক প্রবাস পত্রিকার সম্পাদক মুহাম্মদ সায়ীদ,নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর,সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক মোঃ মিজানুর রহমান , বাংলাদেশ প্রতিদিন নির্বাহী সম্পাদক লাভলু আনসার ,জেমিনি সম্পাদক বেলাল আহমেদ ,বি ডি ইয়র্ক সম্পাদক শাহ ফারুক ,টি বি এন পরিচালক পারভেজ বারোভূঁইয়া ,ঠিকানা নির্বাহী সম্পাদক শহিদুল ইসলাম ,অর্থ কণ্ঠ সম্পাদক আনাম আহমেদ। মিডিয়া ব্যাক্তিত্ব সামসুন্নাহার নিম্মি ,সাংবাদিক রিমন ইসলাম, কিরণ টিভির প্রধান আকবর হায়দার খান কিরণ, বাংলা টিভির কর্নধার শাহ জে চৌধুরী ।

পাস্ট প্রেসিডেন্ট লায়ন মোঃ সায়ীদ ,লায়ন মোঃ মতিউর রহমান ও লায়ন মোঃ নাসিরউদ্দিন। লায়ন এ কে এম এ রশিদ ,লায়ন এ বি এম ওসমান গনি ,লায়ন রেজাউল করিম সগীর ,লায়ন রাণু নেওয়াজ ,লায়ন মুনমুন হাসিনা ,লায়ন ডেইসি ইয়াসমিন ,লায়ন রকি আলিয়ান ,লায়ন জে এফ এম রাসেল ,লায়ন আসাদ চৌধুরী ,লায়ন রুহুল আমিন ,লায়ন ফেমড রকি ,লায়ন আজমাইন নিশান ,লায়ন আকাশ রহমান ,লায়ন মাকসুদ এইচ চৌধুরী ,লায়ন নাবিল ইসলাম ,লায়ন কামরুল ইসলাম ,লায়ন শেখ গালিব রহমান ,লায়ন রমিজ খান, লায়ন জাহাঙ্গীর আলম জয় ,লায়ন গোলাম হায়দার মুকুট,লায়ন মোস্তফা অনিক রাজ ।

Facebook Comments Box

Comments

comments

Posted ১১:৪৭ অপরাহ্ণ | সোমবার, ১৮ এপ্রিল ২০২২

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

 

President/Editor-in-chief :

Sayeed-Ur-Rabb

 

Corporate Headquarter :

 44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA, Phone : +6463215067.

Dhaka Office :

70/B, Green Road, 1st Floor, Panthapath, Dhaka-1205, Phone : + 88-02-9665090.

E-mail : americanewsagency@gmail.com

Copyright © 2019-2024Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997