শনিবার ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

কুলাউড়ায় নৌকার অফিসে হামলা ভাঙ্গচুর: আহত ৬

এনা অনলাইন :   বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর ২০১৮ 793
কুলাউড়ায় নৌকার অফিসে হামলা ভাঙ্গচুর: আহত ৬

মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের ভূকশিমইল ইউনিয়নের নৌকা প্রতিকের প্রধান নির্বাচনী অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টায় এ হামলার ঘটনাটি ঘঠে। স্থানীয় বাজারে ধানের শীষ প্রতিকের জনসভা শেষে বিএনপি-জামায়াতের কর্মী-সমর্থকরা হামলা চালিয়ে অফিস ভাঙচুর করেছে বলে অভিযোগ নৌকা সমর্থকদের। হামলাকারীদের আক্রমনে নৌকার ৬ কর্মী-সমর্থক আহত হয়েছেন। এঘটনায় এলাকায় তুমুল উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে কুলাউড়া থানার ওসি তদন্ত সঞ্জয় চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

ভূকশিমইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাঙ্গির আলম জানান, বুধবার ১৮ ডিসেম্বর রাত ৮টার দিকে ভূকশিমইলে ধানের শীষ প্রতিকের প্রার্থী সুলতান মো. মনসুর সমর্থনে জনসভা চলছিল। জনসভা চলার কারনে আমরা স্থানীয় (নৌকার নেতা-কর্মীরা) অফিসে ছিলামনা। নৌকার ৮-১০জন সমর্থক অফিসে বসা ছিলেন। সুলতান মনসুরের সমাবেশ শেষে তাঁর নেতাকর্মীরা মিছিল সহকারে এসে অতর্কিতভাবে নৌকার অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এসময় অফিসে বসা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক শিবলু মিয়া ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এবাদুর রহমানসহ ৬জন নৌকার কর্মীসমর্থক আহত হয়েছেন। আহতদের কুলাউড়া হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

জাঙ্গির আলম অভিযোগ করে আরও জানান, ভূকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান মনির ও ইউপি সদস্য নজরুল ইসলাম,কাদিপুর ইউপি সদস্য জসীম আহমদের নেতৃত্বে বিএনপি নেতা বদরুজ্জামান সজল, রেদওয়ান খান, ছাত্রদল নেতা এম ফয়েজ উদ্দিন, গিয়াস মোল্লা, রেজাউল আলম ভূইয়া খোকন, শাকির আহমদ, সাইফুর রহমান, ছাত্রদল নেতা সোহানুর রহমান শাহীন,জামাত নেতা সাইফুল ইসলাম, সুহেল আহমদসহ প্রায় ২শতাধিক নেতাকর্মী মিছিল নিয়ে এসে হামলা চালিয়ে অফিস ভাঙচুর করে নৌকার কর্মীসমর্থকদের মারধর করে। খবর পেয়ে কুলাউড়া থানার ওসি তদন্ত সঞ্জয় চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

Facebook Comments Box

Comments

comments

Posted ১:৪১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর ২০১৮

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

 

President/Editor-in-chief :

Sayeed-Ur-Rabb

 

Corporate Headquarter :

 44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA, Phone : +6463215067.

Dhaka Office :

70/B, Green Road, 1st Floor, Panthapath, Dhaka-1205, Phone : + 88-02-9665090.

E-mail : americanewsagency@gmail.com

Copyright © 2019-2024Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997