
এনা : | মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 26 বার পঠিত
তৃতীয় ধাপে ভারতের ১১২ অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০ টায় তাদের বহনকারী মার্কিন সামরিক এয়ারক্রাফটটি অবতরণ করে ভারতের পাঞ্জাবের অমৃতসার বিমানবন্দরে।
যাদের মধ্যে ৪৪ জন হরিয়ানার, ৩৩ জন গুজরাটের, ৩১ জন পাঞ্জাবের ও দুইজন উত্তর প্রদেশের, ১ জন উত্তরাখণ্ডের ও ১ জন হিমাচল প্রদেশের বাসিন্দা।
এর ১ দিন আগে দ্বিতীয় দফায় ১১৯ অবৈধ অভিবাসীকে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর থেকেই অবৈধ অভিবাসীদের গণহারে প্রত্যাবাসনের কাজ করে যাচ্ছে দেশটির সেনাবাহিনী।
এর আওতায় মোট ৩৩৫ ভারতীয়কে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও গেল শুক্রবার এ ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আদতে দৃশ্যমান কোনো ফলাফল দেখা যাচ্ছে না।
Posted ৩:৪২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫
America News Agency (ANA) | ANA