সোমবার ১২ মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

এক ছাদের নিচে সৌহার্দ্য-সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত

বাংলাদেশ সোসাইটির ইফতার পার্টি

এনা :   |   বুধবার, ১২ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   14 বার পঠিত

বাংলাদেশ সোসাইটির ইফতার পার্টি

বাংলাদেশি কমিউনিটিতে ভ্রাতৃত্বের বন্ধন আরো সুদৃঢ় করার অঙ্গীকারে প্রবাসীদের আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল ও পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়েছে। গত ৯ মার্চ রোববার কুইন্সের উডহ্যাভেনে অভিজাত জয়া হলে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের মানুষ অংশ নেন।

এক ছাদের নিচে সবার আন্তরিক উপস্থিতিতে অনুষ্ঠানটিতে সৌহার্দ্য-সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়। ইফতার উপলক্ষে সবার সঙ্গে সবার দেখা হয়েছে। কুশল বিনিময় হয়েছে। তারা নিজেদের মধ্যে রমজানের শুভেচ্ছা বিনিময় করেছেন।

ইফতার উপলক্ষে জয়া হলকে সাজানো হয়েছিল ইসলামিক পরিমণ্ডলে। নজরকাড়া গেট নির্মাণ করা হয়েছিল হলরুমে। ছিল সুদৃশ্য মঞ্চ। নতুন প্রজন্মের শিশু-কিশোররা সেই মঞ্চে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেছেন। তাদের কোরআন তেলাওয়াত সবাই উপভোগ করেছেন।

প্রতিবছরই বড় পরিসরে ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ সোসাইটি। তবে এবারের আয়োজনটা ছিল ভিন্নধর্মী। অনুষ্ঠানে নারী সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। ছিল নতুন প্রজন্মের বিপুল উপস্থিতিও। বলতে গেলে তিল ধারণের ঠাঁই ছিল না জয়া হলে। এটি ছিল বাংলাদেশ সোসাইটির নবম আয়োজন।

অনুষ্ঠানের শুরুতে ছিল পবিত্র কোরাআন তেলাওয়াত প্রতিযোগিতার ফাইনাল পর্ব। বিভিন্ন পর্বের বিজয়ীরা এদিন প্রতিযোগিতায় অংশ নেয়। বালক গ্রুপে বিজয়ী হয়েছে আব্দুর রহমান সালেহ চ্যাম্পিয়ন, ওয়ালি রাহিম প্রথম রানার আপ এবং তাহিন মাজহারুল ইসলাম দ্বিতীয় রানার আপ। বালিকা গ্রুপে বিজয়ী হয়েছে সরাবান তহুরা ভূঁইয়া চ্যাম্পিয়ন, সাবিহা আনসারী ফারিয়া প্রথম রানার আপ এবং সাদিয়া সানজিদা দ্বিতীয় রানার আপ ।

এছাড়া হাফেজ গ্রুপে বিজয়ীরা হলেন, মেহেরুন মারিয়াম মুনাওয়ারা চ্যাম্পিয়ন, মুশারফি আলম প্রথম রানার আপ এবং ইয়াহিয়া মিকদাদ দ্বিতীয় রানার আপ। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।

বাংলাদেশ সোসাইটির সভপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায় ইফতার মাহফিলের মঞ্চে শুভেচ্ছা বক্তব্য দেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা, ঠিকানা গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এম শাহীন, সাপ্তাহিক আজকাল সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী শাহনেওয়াজ, ল’ এক্সপার্ট জ্যাকব মিল্টন প্রমুখ।

অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ও ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান মিয়া মইনুল ইসলাম, ডা. ওয়াদুদ ভূঁইয়া, আকতার হোসেন, নার্গিস আহমেদ ও মোহাম্মদ রব মিয়া, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন সিদ্দিকী, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি মোস্তফা কামাল পাশা বাবুল, বিশিষ্ট ব্যবসায়ী ও মূলধারার রাজনীতিক ফাহাদ সোলায়মান, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. ফখরুল ইসলাম দেলোয়ার, বিশিষ্ট ব্যবসায়ী সাজ্জাদ হোসাইন, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী নূরুল আজিম, বাংলাদেশ সোসাইটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দীন দেওয়ান, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভূঁইয়া রুমী, সাংগঠনিক সম্পাদক ডিউক খান, ভাইস প্রেসিডেন্ট ও ইফতার মাহফিলের আহ্বায়ক কামরুজ্জামান কামরুল ও সমাজকল্যাণ সম্পাদক ও ইফতার মাহফিলের সদস্য সচিব জামিল আনসারী, সাহিত্য সম্পাদক বাবুল আক্তার, প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, সাংস্কৃতিক সম্পাদক মোস্তফা অনিক রাজ, স্কুল ও শিক্ষা সম্পাদক হাসান জিলানী, প্রধান সমন্বয়কারী ও কার্যকরী সদস্য সিদ্দিক পাটোয়ারী, জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, হাসান খান, আবুল কাশেম চৌধুরী প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল, বর্তমান সভাপতি বদরুল খান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম, কোষাধ্যক্ষ আলিম মিয়া, বিয়ানীবাজার সমিতির সভাপতি মো. আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক রেজাউল আলম অপু, আইটিভি প্রধান মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ, বাংলাদেশি কমিউনিটির নেতা কাজী আজম, ফিরোজ আহমেদ, জসিম ভূঁইয়া, প্রমুখ। এছাড়াও বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।

ইফতারের আগে মুসলিম উম্মাহ শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Facebook Comments Box

Comments

comments

Posted ১২:৪৬ পূর্বাহ্ণ | বুধবার, ১২ মার্চ ২০২৫

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997