মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা রেলস্টেশনের অদূরে মাইক্রোবাসে সিলেটগামী পারাবত ট্রেনের ধাক্কায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।
৫ সেপ্টেম্বর, রবিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা সিলেটের সঙ্গে রেলযোগাযোগ বন্ধ হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
শমশেরনগর ও মাইজগাঁও রেলস্টেশন সূত্রে জানা যায়, যাত্রীবাহী একটি মাইক্রোবাস ভাটেরা রেলস্টেশনের কাছাকাছি হোসেনপুর নামক স্থানে রেলপথ অতিক্রম করার সময় পারাবত এক্সপ্রেস ট্রেন ধাক্কা দেয়। ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী ওই ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় শিশু ও দুইজনের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও ৫ জন। প্রায় এক ঘণ্টা সিলেটের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।
মাইজগাঁও স্টেশন মাস্টার মনির হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পারাবত এক্সপ্রেসের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কায় শিশু ও দুইজন বয়স্ক লোকের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ৫ জন। এক ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।’
Posted ৩:৫৭ অপরাহ্ণ | রবিবার, ০৫ সেপ্টেম্বর ২০২১
America News Agency (ANA) | ANA