প্রেসক্লাব কুলাউড়ার রজতজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান খোন্দকার।
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রেসক্লাব কুলাউড়ার রজতজয়ন্তী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৪ ডিসেম্বর) কুলাউড়া পৌর শহরে আনন্দ শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
কুলাউড়া উপজেলা কৃষি অফিস মিলানায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান খোন্দকার। প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলামের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ।
এ সময় আরো বক্তব্য রাখেন, প্রেসক্লাব কুলাউড়ার প্রতিষ্ঠাতা-সভাপতি স্বপন কুমার দেব রতন, সিনিয়র সহ-সভাপতি ময়নুল হক পবন, সহ-সভাপতি মানজুরুল হক, নির্বাহী সদস্য মোক্তাদির হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম, সহ-সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন কবির, সহ-সাংগঠনিক সম্পাদক জসীম চৌধুরী, কোষাধ্যক্ষ সৈয়দ আশফাক তানভীর, সদস্য মিন্টু দেশোয়ারা, আব্দুল আহাদ প্রমুখ।
অনুষ্ঠানে কুলাউড়ার সমস্যা ও সম্ভাবনার কথা গণমাধ্যমে প্রকাশের মাধ্যমে প্রেসক্লাবের অগ্রযাত্রায় সব সদস্য বলিষ্ঠ ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় প্রেসক্লাবের সাবেক সভাপতি স্বপন কুমার দেব রতন, আব্দুল বাছিত বাচ্চু, কয়ছর রশীদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
Posted ১১:৩১ অপরাহ্ণ | শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২
America News Agency (ANA) | ANA