
অনলাইন ডেস্ক : | রবিবার, ০৯ এপ্রিল ২০১৭ | প্রিন্ট | 767 বার পঠিত
শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, কোন বিদ্যালয়ে প্রাইভেট, কোচিং, গাইড বই সরবরাহ করা যাবে না।
শনিবার চাঁদপুরের হাইমচর উপজেলার দুর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে চ্যানেল আই আয়োজিত শিক্ষা বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষা অর্জনের জন্য শুধু শিক্ষিত করে গড়ে তুললে হবে না, তাদের ভাল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভোম দেশে পরিনত হয়েছে। শিক্ষার মানোন্নয়নে জননেত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের মাঝে বছরের শুরুতেই বই তুলে দিচ্ছেন। শিক্ষাবান্ধব সরকার ছেলেদের শিক্ষার পাশাপাশি মেয়েদের শিক্ষার সু-ব্যবস্থা করে দিয়েছেন। শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে দেশ উন্নত রাষ্ট্রে পরিনত হবে
এ সময় তিনি হাইমচরে শিক্ষার মানোন্নয়নে প্রত্যেকটি বেসরকারি বিদ্যালয়ে ভবন নির্মাণের প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে চ্যানেল আইয়ের উপস্থাপক শাইখ সিরাজের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন তত্বাবধায়ক সরকারে সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, স্থানীয় সংসদ সদস্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দিপু মনি, চাঁদপুর জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার মো. আফজাল হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সালেহ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. খোরশেদ আলম, জেলা আওয়ামী লীগের নেতা জহিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো. মঈন উদ্দিন, হাইমচর থানা অফিসার ইনচার্জ সৈয়দ মাহবুবুর রহমান, মডেল থানা অফিসার ইনচার্জ মো. ওয়ালি উল্লাহ অলি, হাইমচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোতালেব জমাদারসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী।
এর আগে মন্ত্রী আওয়ামী লীগের নেতা সুজিত রায় নন্দীর আমন্ত্রণে শুক্রবার রাতে চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ ডিগ্রি কলেজের জন্য ৩ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে চার তলা একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
Posted ১:১৫ পূর্বাহ্ণ | রবিবার, ০৯ এপ্রিল ২০১৭
America News Agency (ANA) | Payel