
অনলাইন ডেস্ক : | মঙ্গলবার, ০৯ মে ২০১৭ | প্রিন্ট | 1056 বার পঠিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষা মঙ্গলবার মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। সারাদেশের ১ হাজার ৮১৬ টি কলেজের ৬৯৩ টি কেন্দ্রে সর্বমোট ৩ লাখ ২০ হাজার ১৬৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করবে। এ পরীক্ষা ৯ মে থেকে ২৫ মে পর্যন্ত প্রতিদিন দুপুর ২টা থেকে এবং পবিত্র মাহে রমজান মাসে ২৭ মে থেকে ১৯ জুন পর্যন্ত পরীক্ষাসমূহ প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হবে। পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে জরুরি প্রয়োজনে কন্ট্রোলরুমের ৯২৯১০১৭, ৯২৯১০৩৮ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে প্রশাসন, সংশ্লিষ্ট কলেজ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকগণের সহযোগিতা কামনা করছে।
Posted ১:২৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ মে ২০১৭
America News Agency (ANA) | Payel