রবিবার ১৩ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রাবিতে ভর্তি পরীক্ষায় আসন প্রতি প্রার্থী ৩৮

এনা ডেস্ক :   |   মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০১৬   |   প্রিন্ট   |   1187 বার পঠিত

রাবিতে ভর্তি পরীক্ষায় আসন প্রতি প্রার্থী ৩৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় এবার প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৩৮ জন ভর্তিচ্ছু।

বিশ্ববিদ্যালয়ের নয়টি অনুষদে ৫৬টি বিভাগে কোটাসহ মোট চার হাজার ৭১২টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন এক লক্ষ ৭৮ হাজার ৯৫৯ জন।

মোট আসনের মধ্যে ৫৫৪টি আসন মুক্তিযোদ্ধা, পোষ্য কোটা (শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তান), ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত।

আবেদন প্রক্রিয়া শেষে সোমবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার এএইচএম আসলাম হোসনে যুগান্তরকে এ তথ্য জানান।

গত ১৮ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে আবেদন শুরু হয়। প্রক্রিয়া চলে ২ অক্টোবর রাত ১২টা পর্যন্ত।

এদিকে চলতি শিক্ষাবর্ষে শুধু ২০১৬ সালে এইচএসসি পাশ করা শিক্ষার্থী ভর্তির জন্য আবেদনের সুযোগ পেয়েছেন। এবার দ্বিতীয়বার ভর্তি আবেদনের সুযোগ না থাকলেও বেড়েছে আবেদন সংখ্যা। গত বছর আবেদন করেছিলেন ১ লক্ষ ৬০ হাজার ৬৮২ জন। আসন প্রতি প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৩৪ জন।

এ বছর ভর্তি আবেদনে যোগ্যতা কমানোয় আবেদনকারী বেড়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি দফতর সূত্র জানায়, নয়টি অনুষদকে নয়টি ইউনিটে ভাগ করে ভর্তিচ্ছুদের আবেদন আহ্বান করা হয়। ‘এ’ ইউনিটে (কলা অনুষদ) ৯৪১ আসনের বিপরীতে ২১ হাজার ২৩১ জন; ‘বি’ ইউনিটে (আইন অনুষদ) ২০০ আসনের বিপরীতে ১৭ হাজার ৯৭২ জন; ‘সি’ ইউনিটে (বিজ্ঞান অনুষদ) ৬৬০টি আসনের বিপরীতে ৩২ হাজার ৮০২ জন; ‘ডি’ ইউনিটে (বিজনেস স্টাডিজ অনুষদ) ৫২০ আসনের বিপরীতে ১৭ হাজার ৫২৮ জন; ‘ই’ ইউনিটে (সামাজিক বিজ্ঞান অনুষদ) ৮০৮ আসনের বিপরীতে ২৪ হাজার ১৮৬ জন, ‘এফ’ ইউনিটে (জীব ও ভূ-বিজ্ঞান অনুষদ) ৪২৫ আসনের বিপরীতে ১৯ হাজার ৯২৯ জন; ‘জি’ ইউনিটে (কৃষি অনুষদ) ২১২ আসনের বিপরীতে ১৩ হাজার ৯২৬জন; ‘এইচ’ ইউনিটে (প্রকৌশল অনুষদ) ২৭২ আসনের বিপরীতে ২৯ হাজার ৫৭ জন এবং ‘আই’ ইউনিটে (চারুকলা অনুষদ) ১২০ আসনের বিপরীতে ২ হাজার ৩১৮ জন ভর্তিচ্ছু সফলভাবে আবেদন করেছেন।

আবেদনকারীরা ১৬ অক্টোবর থেকে রাবির ওয়েবসাইট http://admission.ru.ac.bd থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। প্রবেশপত্র সংগ্রহ করলে ভর্তিচ্ছুরা রোল নম্বর জানতে পারবেন।

Facebook Comments Box

Comments

comments

Posted ৮:০১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০১৬

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997