
| মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০১৬ | প্রিন্ট | 1383 বার পঠিত
ময়মনসিংহে ৩৫তম বিসিএসে সুপারিশ করা ৩৫ জন ক্যাডারকে সংবর্ধনা দিয়েছে ওরাকল বিসিএস কোচিং সেন্টার।
সোমবার (০৩ অক্টোবর) বিকেলে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক যুগ্ম সচিব এএইচএম আফজাল হোসেন।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান মহিবুর রহমান লিটনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সাবেক প্রিন্সিপাল রেজাউল করিম, বাকৃবির সহকারী অধ্যাপক কামরুজ্জামান ভূইয়া, জেলা পুস্তক ও প্রকাশনা কমিটির আহ্বায়ক আব্দুর রব মোশারফ ও ময়মনসিংহ শাখার পরিচালক মিজানুর রহমান বুলবুল।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিএস শিক্ষার্থী ও অভিভাবকরা।
Posted ৮:০৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০১৬
America News Agency (ANA) | Payel