
এনা অনলাইন : | বুধবার, ০১ আগস্ট ২০১৮ | প্রিন্ট | 866 বার পঠিত
বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে আজ বুধবারও চতুর্থ দিনের মতো রাজপথে নেমেছে শিক্ষার্থীরা। দিনের শুরু থেকেই নগরীর রাজপথগুলো ছিল ফাঁকা। ফলে যাত্রীদের পড়তে হয়েছে দুর্ভোগে।
সকালে ঢাকার প্রবেশপথ শনির আখড়ায় সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এতে শনির আখড়া থেকে যাত্রাবাড়ী- সায়েদাবাদের রাস্তা ও ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের রাস্তা অচল হয়ে গেছে। ঢাকায় প্রবেশের পথে ব্যস্ততম এই সড়ক বন্ধ করায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। তারা পায়ে হেঁটে যে যার গন্তব্যের দিকে রওনা হয়েছেন।
ব্যস্ততম এলাকা ফার্মগেটে অবস্থান নিয়েছে সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা। এছাড়া হাউজবিল্ডিং ও শনিরআখড়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে শিক্ষার্থীরা। এতে করে ওইসব সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে জনগণ ভোগান্তিতে পড়েছেন। মানুষজনকে কর্মস্থলে হেঁটে যেতে দেখা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সকাল নয়টার দিকে সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা মিছিল বের করে ফার্মগেট এলাকায় অবস্থান নেয়।
রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। ফলে আজিমপুর থেকে মিরপুরগামী রোডে যান চলাচল বন্ধ রয়েছে।
অপরদিকে হাউজবিল্ডিং সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে শিক্ষার্থীরা। এতে ঢাকা-ময়মনসিংহ সড়কে যান চলাচল বন্ধ।
নগরীতে পরিবহন নিয়ে দুর্ভোগের পরও অফিসগামী পথচারীরা বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন। বেসরকারী অফিসে কর্মরত হানিফ সরকার শিক্ষার্থীদের আন্দোলনের সফলতা কামনা করে বলেন, দুইদিন ধরে আমাদের দুর্ভোগ হচ্ছে। তারপরও শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানাই।
প্রসঙ্গত, গত ২৯ জুলাই জাবালে নূর পরিবহনের একটি বেপরোয়া বাস বিমানবন্দর সড়কের জিল্লুর রহমান ফ্লাইওভারের গোড়ায় দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের চাপা দিলে ঘটনাস্থলেই শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির আবদুল করিম এবং একাদশ শ্রেণির দিয়া খানম মিম নিহত হন।
ওই ঘটনার পর দোষীদের বিচার চেয়ে ও নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নামে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।
Posted ৬:১৪ অপরাহ্ণ | বুধবার, ০১ আগস্ট ২০১৮
America News Agency (ANA) | Payel