রবিবার ১৩ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শাবিতে ১ম বর্ষে ভর্তি আবেদন শুরু ১৬ অক্টোবর

এনা :   |   মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০১৬   |   প্রিন্ট   |   1101 বার পঠিত

শাবিতে ১ম বর্ষে ভর্তি আবেদন শুরু ১৬ অক্টোবর

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি আবেদন শুরু হবে ১৬ অক্টোবর সকাল দশটা থেকে। চলবে ১০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত।

আগামী ২৬ নভেম্বর সকাল সাড়ে ৯টায় A ইউনিট এবং দুপুর আড়াইটায় B ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.sust.edu/admission এ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে।

রোববার সাংবাদিকদের এসব তথ্য জানান ভর্তি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. বেলায়েত হোসেন।

এসময় ভর্তি কমিটির সভাপতি ড. নিয়াজ আহমেদ, সিন্ডিকেট সদস্য ড. কবির হোসেন, কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. রেজা সেলিম, ড. মুশতাক আহমেদ, ড. আখতারুল ইসলাম, ড. জহিরুল ইসলাম ও শাবি প্রেসক্লাবের সহসভাপতি সৈয়দ নবীউল আলম, সাধারণ সম্পাদক সরদার আব্বাসসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

যেভাবে আবেদন করা যাবে:
এবার অন্যান্য বছরের তুলনায় একটু ভিন্নভাবে সাজানো হয়েছে। তবে ভর্তি ফরমের দামও তুলনামূলকভাবে বেড়েছে অনেক।

শিক্ষার্থীদেরকে পছন্দের বিষয়গুলোতে রেজিস্ট্রেশনের সুবিধার্থে A ও B ইউনিটের বিভাগসমূহকে কয়েকটি সাব-ইউনিটে (A, B1, B2) ভাগ করা হয়েছে।

যদি কোনো শিক্ষার্থী A ও B উভয় ইউনিটের পরীক্ষা পরীক্ষা দিতে চায় তাহলে উভয় ইউনিটে জন্য পৃথক পৃথকভাবে আবেদন করতে হবে।

এসব সাব-ইউনিটগুলো এমনভাবে সাজানো হয়েছে যে কোনো একটি সাব-ইউনিটে আবেদন করলে, ওই ইউনিটের অন্য সাব-ইউনিটে আবেদন করা যাবে না।

আবেদন করার জন্য যে কোনো প্রিপেইড টেলিটক মোবাইল ফোন থেকে বিশ্ববিদ্যালয়ের নাম (SUST), এইচএসসি/সমমান শিক্ষা শিক্ষাবোর্ডের প্রথম তিন অক্ষর, পরীক্ষার রোল নম্বর, পাসের সন, এসএসসি/সমমান শিক্ষা শিক্ষাবোর্ডের প্রথম তিন অক্ষর, পরীক্ষার রোল নম্বর, পাসের সন এবং সাব-ইউনিটের কী ওয়ার্ড লিখে (A, B1, B2) লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে।

উদাহরণ- সিলেট বিভাগের পরীক্ষার্থীর ক্ষেত্রে SUST SYL 123456 2016 SYL 654321 2014 A ।

এছাড়া কোটায় আবেদন করতে সব-ইউনিটের পরে কোটা কোড (FFQ-মুক্তিযোদ্ধা সন্তান, EMQ-ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, DIQ-প্রতিবন্ধী, WAQ- পোষ্য, BKQ- বিকেএসপি) উল্লেখ করতে হবে।

উদাহরণ, SUST SYL 123456 2016 SYL 654321 2014 A FFQ।

ভর্তি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. বেলায়েত হোসেন বলেন, ২০১৫/২০১৬ সালে অনুষ্ঠিত এইচএসসি (সাধারণ/কারিগরি)/আলিম/ডিপ্লোমা ইন কমার্স/ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং/সমমান এবং ২০১৩/২০১৪ সালে অনুষ্ঠিত এসএসসি (সাধারণ ও কারিগরি)/দাখিল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষাতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ২০১১/২০১২ সনে অনুষ্ঠিত এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যে সকল ছাত্র-ছাত্রী বিজ্ঞান শাখা থেকে এইচএসসি সমমান পরীক্ষায় পাস করেছে, তারা A ও B ইউনিটে এবং অন্যরা শুধু A ইউনিটে আবেদন করতে পারবে।

A ইউনিটে আবেদন করার জন্য এইচএসসি/সমমান ও এসএসসি/সমমান উভয় পরীক্ষাতে ন্যূনতম GPA 3 সহ মোট GPA 6.5 থাকতে হবে। B ইউনিটে আবেদন করার জন্য এইচএসসি/সমমান ও এসএসসি/সমমান উভয় পরীক্ষাতে নূন্যতম GPA 3 সহ মোট GPA 7 থাকতে হবে।

ভর্তি পরীক্ষায় মেধাক্রম নির্ণয় করতে ৭০% নম্বর ভর্তি পরীক্ষা এবং ৩০% নম্বর জিপিএ থেকে নেয়া হবে। নিয়মিতদের ক্ষেত্রে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার প্রাপ্ত গ্রেডের যোগফলকে ৩ দিয়ে এবং অনিয়মিতদের ক্ষেত্রে ২.৭ দিয়ে দিয়ে গুণ করা হবে।

এ বছর নতুন দুইটি বিভাগ (সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ও সমুদ্রবিজ্ঞান) সহ মোট ১২৭টি আসন বৃদ্ধি করা হয়েছে। এছাড়া এবছর থেকে খেলোয়াড় কোঠায় ছয়জন করে শিক্ষার্থী ভর্তি করা হবে।

Facebook Comments Box

Comments

comments

Posted ৭:৫৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০১৬

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997