মঙ্গলবার ১৫ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মোমবাতি জ্বালিয়ে শহীদদের স্মরণ জবিতে

অনলাইন ডেস্ক :   |   রবিবার, ২৬ মার্চ ২০১৭   |   প্রিন্ট   |   653 বার পঠিত

মোমবাতি জ্বালিয়ে শহীদদের স্মরণ জবিতে

বিশ্বের সবচেয়ে ভয়াবহ গণহত্যার ঘটনাটি ঘটেছিল বাংলাদেশে, ২৫ মার্চ কালরাতে। শুধু মাত্র ২৫ মার্চই নয়, মুক্তিযুদ্ধের নয় মাস ধরে নিরীহ জনগণের ওপর এ গণহত্যা চালানো হয়েছে।
গণহত্যা দিবসে শনিবার রাত সাড়ে ১০টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ক্যাম্পাসে মোমবাতি জ্বালিয়ে শহীদদের স্মরণ করে জবি শিক্ষক-শিক্ষার্থীরা।
এর আগে জবি শিক্ষক সমিতির উদ্যোগে ক্যাম্পাসের ভাষা শহীদ রফিক ভবনের নিচে ‘২৫শে মার্চ গণহত্যা দিবস’ শীর্ষক এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. প্রিয়ব্রত পালের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন, জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা বারের সাবেক সভাপতি অ্যাড. কাজী নজিবুল্লাহ হিরু, জবি কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিম ভূইঁয়া, জবি ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।
এছাড়াও রাত ১০টায় ক্যাম্পাসে সব আলো নিভিয়ে একমাত্র ‘মুক্তিযুদ্ধের প্রস্তুতি ও ৭১এর গণহত্যা’ ভাস্কর্য এবং শহীদ মিনারসহ বিভিন্ন স্থানে শিক্ষক-শিক্ষার্থীরা মোমবাতি জ্বালিয়ে শহীদদের স্মরণ করা হয়।
অধ্যাপক মীজানুর রহমান বলেন, ‘পৃথিবীতে বেশ কয়েকটি গণহত্যার ঘটনা ঘটেছে। কিন্তু এতো অল্প সময়ে এতো বেশি মানুষ হত্যার ঘটনা ইতিহাসে নেই। এ হত্যাকাণ্ড শুধু বাংলাদেশেই হয়েছে। মুক্তিযুদ্ধের এ সত্যকে ইতিহাসের মাধ্যমে বাঁচিয়ে রাখতে হবে। সে জন্য গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করতে হবে।’

Facebook Comments Box

Comments

comments

Posted ১২:১৫ পূর্বাহ্ণ | রবিবার, ২৬ মার্চ ২০১৭

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997