সোমবার ১২ মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

গ্র্যান্ড মার্শাল শাহনেওয়াজ, আপত্তি আজিজের

সোসাইটির নেতৃত্বেই হবে বাংলাদেশ ডে প্যারেড

এনা :   |   শুক্রবার, ০৭ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   20 বার পঠিত

সোসাইটির নেতৃত্বেই হবে বাংলাদেশ ডে প্যারেড

প্রবাসী বাংলাদেশিদের আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটি এবং ইন অ্যাসোসিয়েশন অব হিউম্যানিটি এম্পাওয়ারমেন্ট রাইটস-এর যৌথ উদ্যোগে বাংলাদেশ ডে প্যারেড অনুষ্ঠিত হবে। আগামী ১৩ এপ্রিল রোববার জ্যাকসন হাইটসের ৩৭ অ্যাভিনিউতে (৬৯ স্ট্রিট থেকে সকাল ৮৭ স্ট্রিট পর্যন্ত) অনুষ্ঠিতব্য প্যারেড আয়োজনে সিটি প্রশাসন থেকে প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছে।

গত ২৬ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি সেন্টারে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে আয়োজকরা আশা করছেন, নিউইয়র্কের বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ প্যারেডে অংশ নেবেন।

বাংলাদেশ ডে প্যারেডের সদস্য সচিব ফাহাদ সোলায়মান-এর সঞ্চালনায় মিট দ্য প্রেসে মঞ্চে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ ডে প্যারেডের চেয়ারম্যান ও বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট আতাউর রহমান সেলিম, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম আজিজ, প্যারেডের কনভেনর ও বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপা) প্রেসিডেন্ট এরশাদ সিদ্দিকী, বাপা’র ভাইস প্রেসিডেন্ট প্রিন্স আলম, চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি কাজী শাখাওয়াত হোসেন আজম, বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদার, জেবিবিএ’র সাবেক প্রেসিডেন্ট আবুল ফজল দিদারুল ইসলাম, বাংলাদেশ সোসাইটির ভাইস প্রেসিডেন্ট ও জেবিবিএ’র সাবেক সেক্রেটারি মো. কামরুজ্জামান কামরুল, বিশিষ্ট রিয়েলটর নুরুল আজিম, প্যারালিগ্যাল নাসরিন আহমেদ, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি আতোয়ারুল আলম, জ্যাকসন হাইটস এলাকাবাসীর প্রেসিডেন্ট শাকিল মিয়া প্রমুখ।

নিউইয়র্কের মূলধারার নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশি সুধীজনেরা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
লিখিত বক্তব্য পাঠ করেন এই আয়োজনের মেম্বার সেক্রেটারি ফাহাদ সোলায়মান। এসময় জানানো হয়, নিউইয়র্ক স্টেট গভর্নর ক্যাথি হোকুল, ইউএস সিনেট মাইনরিটি লিডার চাক শুমার, সিটি মেয়র এরিক অ্যাডামসসহ মূলধারার জনপ্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। ইতিমধ্যে নিউইয়র্ক সিটির ১৩ জন ইলেকটেড অফিসিয়াল উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন।

ফাহাদ সোলায়মান জানান, এই আয়োজনে ইতিমধ্যেই সহযোগিতার আশ্বাস দিয়েছেন জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ), বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (বাপা), জ্যাকসন হাইটস এলাকাবাসী, চট্টগ্রাম অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা, জামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি, বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফরম্যান্স আর্টস (বিপা), বাংলাদেশ আমেরিকান কমিউনিটি কাউন্সিল (বাক), শিল্পকলা একাডেমি ইউএসএ, বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডশিপ সোসাইটি প্রমুখ।

উপস্থিত সংবাদকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, মেম্বার সেক্রেটারি ফাহাদ সোলায়মান।

এক প্রশ্নের উত্তরে বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট আতাউর রহমান সেলিম জানান, নিউইয়র্ক সিটিতে বাংলাদেশিরা এখন ফ্যাক্টর। এ কারণে বাংলাদেশ ডে প্যারেড কমিউনিটির জন্য অনেক গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আমরা আমাদের অবস্থান মূলধারায় তুলে ধরতে পারবো। নিউইয়র্কের  পাঁচটি বরোতে শক্তিশালী উপ কমিটি গঠন করা হবে। তিনি প্রবাসের বিভিন্ন সংগঠন মিডিয়া কর্মীদের সহযোগিতা কামনা করেছেন।

কনভেনর ও বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জানান, বাংলাদেশ ডে প্যারেডের চিফ অ্যাডভাইজর মনোনীত হয়েছেন বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও ব্যবসায়ী গিয়াস আহমেদ। প্যারেডের গ্র্যান্ড মার্শাল হিসেবে থাকবেন বিশিষ্ট ব্যবসায়ী ও আজকাল সম্পাদক শাহনেওয়াজ।

ফাহাদ সোলায়মান জানান, প্যারেডে বাংলাদেশের কৃষ্টি-সংস্কৃতি তুলে ধরা হবে। আমাদের যাত্রা শুরু হয়েছে, আগামীতে আরো বিস্তারিতভাবে ডে প্যারেডের অগ্রগতি মিডিয়ার মাধ্যমে অবহিত করা হবে।

উপস্থিত বক্তারা প্রবাসের সর্বোচ্চ সংখ্যক সংগঠন ও ব্যক্তিবর্গকে সাথে নিয়ে নিউইয়র্কে পজিটিভ বাংলাদেশকে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষদিকে প্যারেডের গ্র্যান্ড মার্শাল নির্বাচন করা নিয়ে বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ সোসাইটির সভাপতির মাঝে বিতর্ক দেখা দেয়। ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম. আজিজ অভিযোগ করেন, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডকে পাশ কাটিয়ে গ্র্যান্ড মার্শাল করা হয়েছে। জবাবে বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম বলেন, এই আলাপ সোসাইটির মিটিংয়ে তোলা যেতে পারে, মিট দ্য প্রেসে নয়।

এদিকে গত বছর অনুষ্ঠিত বাংলাদেশ ডে প্যারেডের আয়োজক ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট-এর প্রেসিডেন্ট শাহ শহিদুল হক সাঈদ অভিযোগ করেছেন, বাংলাদেশে ডে প্যারেড ছিনিয়ে নেওয়া হচ্ছে। তিনি জানান, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী তার সঙ্গে একবার যোগাযোগ করেছিলেন এবং আলোচনা করে বিষয়টির সমাধান করবেন বলে জানিয়েছিলেন। কিন্তু তার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না করে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ডে প্যারেড ঘোষণা করা হয়েছে।

শাহ শহিদুল হক সাঈদ বলেন, প্রথম প্যারেড আয়োজন বাবদ তিনি এখনো ৩৭ হাজার ৫০০ ডলার ঋণ আছেন। এই অর্থ পরিশোধের কোনো প্রতিশ্রুতি পাওয়া যায়নি। অথচ প্যারেড ছিনিয়ে নেওয়ার চেষ্টা চলছে। তিনি হুশিয়ারি দিয়ে বলেন, সব কিছুর সুন্দর সমাধান না করলে তিনি শিগগির বাংলাদেশ ডে প্যারেড বন্ধে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে পিটিশন দিবেন।

Facebook Comments Box

Comments

comments

Posted ৩:১৫ অপরাহ্ণ | শুক্রবার, ০৭ মার্চ ২০২৫

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997