নিউইয়র্কে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ১২ নারীকে সম্মাননা জানাল ফুলকলি ফাউন্ডেশন অব নর্থ আমেরিকা। গত শুক্রবার সন্ধ্যায় জ্যামাইকার একটি পার্টি হলে ‘কমিউনিটির উন্নয়নে নারীর ভূমিকা’ শীর্ষক এক অনুষ্ঠানে নারীদের এ সম্মাননা জানানো হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন নেসা।
অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত নারীরা হলেন- মূলধারার রাজনীতিক রেক্সোনা মজুমদার, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আইরিন পারভীন ও কার্যকরী সদস্য শাহানারা রহমান, খানস টিউটোরিয়ালের চেয়ারপারসন নাঈমা খান, বাফার প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিন, রিয়েল এস্টেট ব্যবসায়ী মোর্শেদা জামান, মূলধারার রাজনীতিক (নিউইয়র্ক স্টেটের অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-৩৭ এর আগামী নির্বাচনে সম্ভাব্য প্রার্থী) মেরি জোবায়দা, সংগীতশিল্পী কাবেরী দাশ ও রানো নেওয়াজ, লেখিকা ড. লিপি মনোয়ার, নিউইয়র্ক পাবলিক স্কুলের অ্যাসোসিয়েট টিচার ও নিউজ প্রেজেন্টার সাদিয়া খন্দকার এবং নিউজ প্রেজেন্টার শামসুন নাহার নিম্মি।
সম্মাননাপ্রাপ্ত নারীদের হাতে ক্রেস্ট তুলে দেন মাসুদ বিন মোমেন এবং উত্তরীয় পরিয়ে দেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন নেসা। পরে সম্মাননাপ্রাপ্ত নারীরা সংক্ষেপে তাদের অনুভূতি প্রকাশ করেন। অনুষ্ঠানে সূচনা সংগীত পরিবেশন করেন লিমন চৌধুরী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক হাসানুজ্জামান সাকী।
বক্তারা বলেন, প্রবাসে বাংলাদেশি কমিউনিটি বিনির্মাণে পুরুষদের পাশাপাশি নারীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। ঘরে-বাইরে তাদের অবদান অনস্বীকার্য। তারা কর্মগুণ আর যোগ্যতায় নানা ক্ষেত্রে অবদান রেখে চলেছেন। অনুষ্ঠানে এ ধরনের আয়োজনের জন্য ফুলকলি ফাউন্ডেশনের কর্মকাণ্ডের প্রশংসা করেন বক্তারা।
Posted ১২:২৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯
America News Agency (ANA) | Payel