রবিবার ১৩ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হোয়াইট হাউসের প্রেস সচিব পদে ২৭ বছর বয়সি ক্যারোলাইন

এনা :   |   শনিবার, ১৬ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   12714 বার পঠিত

হোয়াইট হাউসের প্রেস সচিব পদে ২৭ বছর বয়সি ক্যারোলাইন

মার্কিন ইতিহাসে হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি পদে নিয়োগ পেয়েছেন ২৭ বছর বয়সী ক্যারোলিন লেভিত। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রশাসনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদে ২৭ বছর বয়সী নারীকে মনোনয়ন দিয়েছেন। তিনি নির্বাচনে ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরের মুখপাত্র হিসেবে কাজ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদে সহকারী প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করেছিলেন ক্যারোলিন।

এর আগে হোয়াইট হাউসে সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি ছিলেন ২৯ বছর বয়সী রন জিয়েগলার। রয়টার্সের প্রতিবেদন বলছে, ১৯৬৯ সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন তাকে এই পদে নিয়োগ দিয়েছিলেন।

ক্যারোলিন লেভিতকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদে নিয়োগের বিষয়ে শুক্রবার এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন, ক্যারোলিন যোগাযোগের ক্ষেত্রে নিজের পারদর্শিতা দুর্দান্তভাবে প্রমাণ করেছেন। আমেরিকান জনগণের কাছে আমাদের বার্তা ভালোভাবে পৌঁছে দিতে তিনি সহায়তা করবেন এ ব্যাপারে আমি অত্যন্ত আত্মবিশ্বাসী।

দায়িত্ব গ্রহণের পর হোয়াইট হাউসে সাংবাদিকদের নানা প্রশ্নের মুখোমুখি হবেন ক্যারোলিন। ২০২২ সালে নিউ হ্যাম্পশায়ার থেকে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য হতে নির্বাচনে অংশ নেয়েছিলেন তিনি।

ক্যারোলিন কংগ্রেস সদস্য এলিস স্টেফানিকের যোগাযোগ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন ক্যারোলিন। নতুন প্রশাসনে এলিসকে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত পদে মনোনয়ন দিয়েছেন ট্রাম্প।

Facebook Comments Box

Comments

comments

Posted ৫:৪৯ অপরাহ্ণ | শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997