
এনা : | শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 12727 বার পঠিত
তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ বাঁচাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে নেমেছিল পাকিস্তান। সে লক্ষ্যে পাকিস্তানের বোলাররা তাদের সেরাটা দিয়ে স্বাগতিকদের দেড়শর আগেই আটকে দেয়। কিন্তু টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় সেই টার্গেট তাড়া করে নেমে হতাশ হয়ে মাঠ ছেড়েছেন মোহাম্মদ রিজওয়ানের দল। পাকিস্তানের ১৩ রানের হারে এক ম্যাচ আগেই টি-টুয়েন্টি সিরিজ অস্ট্রেলিয়ার।
শনিবার সিডনিতে সিরিজের দ্বিতীয় টুয়েন্টিতে টসে জিতে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৯ উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন ওপেনার ম্যাথু শর্ট। জবাবে পাকিস্তান টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় ২ বল বাকি থাকতে ১৩৪ রানে অলআউট হয়ে যায়। সিরিজে ২-০তে এগিয়ে গেল অজিরা।
ব্যাটে নেমে ম্যাথু শর্ট ও জেক ফ্রেজার-ম্যাকগার্কের ঝড়ে ৪ ওভারেই ৫২ রান তুলে ফেলে অস্ট্রেলিয়া। ২২ বলের ওপেনিং জুটি ভেঙে ফ্রেজার-ম্যাকগার্ক ৯ বলে ২০ রানে আউট হলে। হারিস রউফ একই ওভারে জশ ইংলিসকে ফেরান শূন্য রানে।
পরের ওভারে শর্ট থামেন আব্বাস আফ্রিদির কাছে বোল্ড হলে। তার ১৭ বলে দুটি করে চার ও ছয়ে সাজানো ৩২ রানের ইনিংস ছিল সর্বোচ্চ। দলীয় স্কোর একশ পার হওয়ার আগেই ২১ রান করে ফিরে যান তারকা ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল। এরপর রউফের সঙ্গে আব্বাস ও সুফিয়ান মুকিমের বলে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। অ্যারন হার্ডির ২৩ বলে ২৮ রানের সুবাদে দেড়শর কাছাকাছি রান হয়।
রউফ চার ওভারে ২২ রান দিয়ে নেন চার উইকেট। তিনটি পান আব্বাস এবং দুটি মুকিমের।
লক্ষ্যে নেমে পাকিস্তান টি-টুয়েন্টি সুলভ ব্যাটিং করতে পারেনি। প্রথম তিন ওভারে ১৭ রানে দুই উইকেট হারায় তারা। দশম ওভারে জনসনের বলে মোহাম্মদ রিজওয়ান ১৬ ও সালমান আগা শূন্য রানে ফেরেন ।
৪৪ রানে চার উইকেট হারানোর পর পাকিস্তান ঘুরে দাঁড়ায় উসমান খান ও ইরফান খানের জুটিতে। তাদের ব্যাটে ১৬ ওভারে একশ পার করে সফরকারীরা। উসমানকে ইনিংস সেরা ৫২ রানে ফেরান স্পেন্সার জনসন। ৫৮ রানের এই জুটি ভাঙলে ধাক্কা খায় পাকিস্তান।
অন্যপ্রান্ত থেকে উইকেট পড়তে থাকলেও ইরফান একাই হাল ধরেছিলেন। শেষ ৬ বলে জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল ১৬ রান, অন্যদিকে অজিদের প্রয়োজন ছিল কেবল একটি উইকেট। কঠিন পরীক্ষায় উতরে যেতে পারেনি পাকিস্তান। নাথান এলিসের ওভারে চতুর্থ বলে রউফ রান আউট হলে ২৮ বলে ৩৭ রানে অপরাজিত থেকেই ইনিংস শেষ করতে হয় ইরফান খানের।
অস্ট্রেলিয়ার হয়ে ৪ ওভার বল করে ২৬ রানে ৫ উইকেট নেন জনসন। এছাড়া ২ উইকেট শিকার করেন অ্যাডাম জাম্পা।
Posted ৮:৫৮ অপরাহ্ণ | শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
America News Agency (ANA) | ANA