রবিবার ২১ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

ইংলিশ ক্রিকেটারদের বিপিএল না খেলার পরামর্শ

স্পোটর্স ডেস্ক :   |   মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০১৬   |   প্রিন্ট   |   996 বার পঠিত

ইংলিশ ক্রিকেটারদের বিপিএল না খেলার পরামর্শ

প্রফেশনাল ক্রিকেটারস অ্যাসোসিয়েশনের (পিসিএ) নিরাপত্তা পর্বেক্ষক দল চারদিনব্যাপী পর্যবেক্ষনের পরে বাংলাদেশকে ইতিবাচক ঘোষণা করেছিল। তাদের এই ইতিবাচক রিপোর্টের উপরে আস্থা রেখেই ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তাদের ক্রিকেটারদের বাংলাদেশ পাঠিয়েছে। কিন্তু সেই পিসিএই এবার ইংলিশ ক্রিকেটারদের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে আসতে নিষেধ করছে। এই নিষেধাজ্ঞার কারণ হিসেবেও সেই নিরাপত্তা ইস্যুই উঠে এসেছে। পিসিএর প্রধান নির্বাহি ডেভিড ল্যাথারডালের মতে, বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজে ইংলিশ ক্রিকেটাররা যতোটা নিরাপত্তা পাচ্ছে বিপিএলে অতটা নাও পেতে পারেন। পিসিএর পক্ষ থেকে বিপিএলের বিভিন্ন দলে ডাক পাওয়া ক্রিকেটারদের বলে দেওয়া হয়েছে, বাংলাদেশে না যেতে। তবুও যদি তারা যায় সেটা সম্পূর্ণ নিজ দায়িত্বে যেতে হবে। এই আসরের কোন আর্থিক লেনদেন বা নিরাপত্তার দায় পিসিএ নেবে না। বিপিএলের চতুর্থ আসরে এরই মধ্যে ডাক পেয়েছেন রবি বোপারা, টেমাল মিলস, রিকি ওয়েসেলস, সামিত পাটেল, জশুয়া কব ও রিচার্ড গ্লেসন। এই সকল ক্রিকেটাররা পিসিএ বা ইসিবি থেকে ছাড়পত্র পাবে না, এবং বাংলাদেশের সকল ঘটনার জন্য তারা নিজেরা দায়ী থাকবে। পিসিএর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এর আগের বছরও ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের (এফসিও) পক্ষ থেকে সন্ত্রাসী হামলার ব্যাপারে ক্রিকেটারদের সতর্ক করা হয়েছিল। তবু তারা খেলতে গিয়েছিলেন, এবারও তাদের সতর্ক করা হয়েছে। এফসিও এর ওয়েবসাইটে সম্প্রতি প্রকাশ হয়েছে, ‘আবারও জঙ্গি হামলার ব্যাপক সম্ভাবনা রয়েছে। বিদেশিদের উপরেই হামলার সম্ভাবনা বেশি। যেখানে লোকজন বেশি থাকে এবং বিদেশিরা বেশি যায় সেসব জায়গায় হামলার সম্ভাবনা বেশি আছে। সবার উচিৎ নিজেকে কম প্রকাশ করা। নিজের চলাচলের উপরেও নিয়ন্ত্রণ করা উচিৎ।’ এছাড়া ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটারস অ্যাসোসিয়েশনসও (এফআইসিএ) ইংলিশ ক্রিকেটারদের সতর্ক করেছে। সংস্থাটি বলেছে, ‘যে কেউ এই টুর্নামেন্টে অংশ নিতে পারে তবে সবাইকে আগেই জানতে হবে যে বাংলাদেশে যাওয়ায় বড় ধরণের ঝুঁকি আছে।

Facebook Comments Box

Comments

comments

Posted ৯:৩৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০১৬

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997