শুক্রবার ১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

পিএসজিতে আজই অভিষেক হচ্ছে মেসির

এনা অনলাইন :   সোমবার, ৩০ আগস্ট ২০২১ 12862
পিএসজিতে আজই অভিষেক হচ্ছে মেসির

সপ্তাহখানেক হলো পিএসজিতে পাড়ি জমিয়েছেন লিওনেল মেসি। কিন্তু, এখনও পিএসজির জার্সিতে লড়াইয়ে দেখা যায়নি। প্যারিসে মেসির অভিষেক কবে হবে, সেটা নিয়েই যত আগ্রহ ফুটবল ভক্তদের। অবশেষে ভক্তদের অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। রাঁসের বিপক্ষে ম্যাচে আর্জেন্টাইন তারকাকে স্কোয়াডে রেখেছেন পিএসজি কোচ মাওরিসিও পচেত্তিনো। সবকিছু ঠিক থাকলে আজ রাতেই পিএসজির জার্সিতে অভিষেক হবে রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলারের।

রাতে লিগ ওয়ানের ম্যাচে রাঁসের মুখোমুখি হবে পিএসজি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে একটায়। আজ বাংলাদেশ সময় দুপুরের পর ম্যাচটির স্কোয়াড ঘোষণা দিয়েছে পিএসজি। স্কোয়াডে আছেন এমবাপ্পেদের সঙ্গে আছেন মেসি। আছেন চোট কাটিয়ে ওঠা ব্রাজিল তারকা নেইমার।

আগেই ধারণা করা হয়েছিল, আজ রোববার রাঁসের বিপক্ষে পিএসজির জার্সিতে অভিষেক হবে মেসির। কিন্তু, ম্যাচের আগে পিএসজি কোচ মাওরিসিও পচেত্তিনো যা শোনালেন, তাতে পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। পচেত্তিনো জানালেন, মেসির অভিষেক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি। তবে মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপ্পেকে রাখার আভাস দিয়েছিলেন কোচ।

মেসির অভিষেক হবে ভেবে দর্শকেরা ম্যাচটির জন্য মুখিয়ে আছেন। একই সঙ্গে এই ম্যাচে মেসির বন্ধু পিএসজির আরেক তারকা নেইমার ও কিলিয়ান এমবাপ্পেকে দেখবে বলে আশা করছেন অনেকে। তাই ১০ দিন আগেই ম্যাচটির সব টিকেট বিক্রি হয়ে গেছে।

মেসির অভিষেক নিয়ে গতকাল সরাসরি কিছু বলেননি পিএসজি কোচ পচেত্তিনো। তিনি বলেছিলেন, ‘আমাদের আরও কিছু ব্যাপার বিশ্লেষণ করতে হবে। আরও ভাবতে হবে। এরপর আমরা একটা সিদ্ধান্তে আসব। তবে, তাঁরা (মেসি, নেইমার ও এমবাপে) সম্ভবত দলে থাকতে পারে।’

Facebook Comments Box

Comments

comments

Posted ১২:৩৫ পূর্বাহ্ণ | সোমবার, ৩০ আগস্ট ২০২১

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

 

President/Editor-in-chief :

Sayeed-Ur-Rabb

 

Corporate Headquarter :

 44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA, Phone : +6463215067.

Dhaka Office :

70/B, Green Road, 1st Floor, Panthapath, Dhaka-1205, Phone : + 88-02-9665090.

E-mail : americanewsagency@gmail.com

Copyright © 2019-2024Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997