
অনলাইন ডেস্ক : | মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০১৬ | প্রিন্ট | 912 বার পঠিত
ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের হয়ে সেঞ্চুরি করলেন ইমরুল কায়েস। মঙ্গলবার ফতুল্লার খান সাহেব ওসমানী স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
ব্যাটিংয়ের শুরু থেকেই তাণ্ডব চালাতে থাকেন ইমরুল। ইনিংসের ২৮তম ওভারে উইলির বলে আউট হয়ে থামে তার ১২২ রানের ঝড়ো ইনিংস। এসময় তার ব্যাট থেকে ৯১ বলে আসে ১১টি চার ও ৬টি ছক্কা।
তবে ইমরুল সেঞ্চুরি করলেও আবারো হতাশ করেছেন সৌম্য সরকার। ২২ বলে মাত্র ৭ রান করেই আউট হয়ে যান এই ওপেনার। ইমরুলকে একপাশ থেকে সমর্থন দেন নাজমুল হোসেন শান্ত। ৪৬ বলে ৩৬ রান করে স্টাম্পিংয়ের শিকার হন তিনি।
Posted ৪:৪১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০১৬
America News Agency (ANA) | Payel