
এনা : | মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০১৬ | প্রিন্ট | 826 বার পঠিত
প্রচন্ড গরমের সাথে রয়েছে আদ্রতা। মাথায় আইস ব্যাগ, কেউ কেউ ফ্রিজে রাখা তোয়াল ঘাড়ে চেপে ধরছেন। নাভিশ্বাস এই গরম সহ্য না হলেও অনুশীলন পর্বে সেটার বিন্দুমাত্র ঘাটতি ছিলনা। সকাল দশটায় শুরু হওয়ায় অনুশীলনে তিনটি নেটে বোলিং, ব্যাটিং করেছেন ইংলিশ ক্রিকেটাররা। বিশেষ করে বেন ড্যাকেট প্রায় এক ঘন্টা পাড় করেছেন নেটে। উদ্দেশ্য বাংলাদেশের বিপক্ষে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া। অধিনায়ক প্লাস কিপার জস বাটলারের মনোযোগ শুধু কিপিংয়ে।
মাঠের অন্য প্রান্তে নিজের বোলিং বিশ্লেষনে ব্যস্ত মঈন আলি। প্রত্যেকের চোখে মুখে ফুটে উঠেছে উত্তেজনা। সেই ২০০০ সাল থেকে বাংলাদেশের বিপক্ষে খেলে আসা এই দলটি সম্প্রতি দুর্দান্ত ক্রিকেট খেললেও মাশরাফিদের বিপক্ষে মোটেও ভালো রেজাল্ট নেই। শেষ তিন সাক্ষাতে তিনটিতেই হেরেছে ইংল্যান্ড। তাই বলা বাহুল্য প্রতিপক্ষের হোম কন্ডিশনের পাশাপাশি ইংল্যান্ডের প্রধান বাধা হয়ে দাঁড়াবে গরম। বর্তমানে সেখানে শীতকাল চলছে। হিমেল হাওয়ার সাথে হাল্কা ঠান্ডারও মিশেল থাকে অক্টোবরে।কিন্তু তার ঠিক উল্টো চিত্র ঢাকার তাপমাত্রায়। গতকাল বিকেল পর্যন্ত তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকভাবে এতটা গরমের সাথে মোটেও পরিচিত নয় ইংল্যান্ড। ওপেনার জেসন রয় অবশ্য ঘাম মুছতে মুছতে সাংবাদিকদের বললেন, ‘আমরা মোটেও কন্ডিশন নিয়ে ভাবছিনা। আমাদের লক্ষ্য ভালো ক্রিকেট খেলা।’ রয় যতই এসব কথা বলুক না কেন, ইংল্যান্ডের দুশ্চিন্তা মুছতে পারবেন না। দুশ্চিন্তা আছে আরো একটি। অ্যালেক্স হেলস নিরাপত্তার কারণে বাংলাদেশ সফরে আসেননি। রয়ের ওপেনিং সঙ্গী নিয়ে একটু ভাবাচ্ছে ইংল্যান্ডকে। তাই বেন ড্যাকেটকে কাল দীর্ঘক্ষন নেটে অনুশীলন করতে দেখা গেছে।এদিকে আক্রমনাত্মক ক্রিকেট খেলার কথা অধিনায়ক জস বাটলার আগের দিন বলে গেছেন। সকালে অনুশীলনে তাদের আক্রমনাত্মক মেজাজটাও দেখা গেল। বাংলাদেশ সফরে এসে রোমাঞ্চিত ইংল্যান্ড ক্রিকেট দল। বিশেষ করে এখানকার আথিতেয়তা, এখানকার নিরাপত্তা ব্যবস্থা সবকিছুতে সন্তুষ্ট সফরকারীরা। এদেশের ক্রিকেট পাগলামি দেখেও তারা শিহরিত। রোমাঞ্চিত অভিজ্ঞতা হয়েছে আরো। কাল অনুশীলনের এক ফাঁকে গাজীপুর থেকে উড়ে আসা মহিলা ক্রিকেট ইউনিক নামে একটি সংগঠনকে দেখা গেল ইংল্যান্ড ক্রিকেট দলের সঙ্গে ছবি তুলতে। সেই সময় বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক জাহানারা আলমও ছিলেন। রোদের তীব্রতা উপেক্ষা করে বেয়ারেস্ট, জেমস ভিন্সকে দেখা গেল হাস্বোজ্বল ভঙ্গিমায় ছুবি তুলতে। নতুন বাংলাদেশকে দেখে যেন প্রতিটি সেকেন্ডে রোমাঞ্চের আভা পাচ্ছেন। ক্রিকেট মাঠেও যেন সেই আভাটা ছড়িয়ে পড়–ক সেই প্রত্যাশা সফরকারীদের।
Posted ১২:২২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০১৬
America News Agency (ANA) | Payel