মঙ্গলবার ১৫ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সভাপতি মিশা সওদাগর, সম্পাদক জায়েদ খান

ঢাকা   |   শনিবার, ০৬ মে ২০১৭   |   প্রিন্ট   |   774 বার পঠিত

সভাপতি মিশা সওদাগর, সম্পাদক জায়েদ খান

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নতুন সভাপতি ও সেক্রেটারি হলেন মিশা সওদাগর এবং জায়েদ খান । শুক্রবার বিএফডিসিতে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সুষ্ঠুভাবেই শেষ হয় শিল্পী সমিতির নির্বাচন।
এবারের নির্বাচনে ৬২৪টি ভোটের মধ্যে ৫৫৮টি ভোট কাস্ট হয়েছে। সভাপতি ও সেক্রেটারি পদে ৩টি প্যানেলে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন মিশা সওদাগর-জায়েদ খান, ওমর সানী-অমিত হাসান ও ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা। ২১টি পদের জন্য ৫৮ জন শিল্পী নির্বাচন করেন।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফলাফল :
মোট ভোটার ৬২৪ জন, ভোট দিয়েছেন ৫৫৮ জন।
কে কতো ভোট পেলেন:
সভাপতি পদে মিশা সওদাগর ২৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ওমর সানী পেয়েছেন ১৫৩ ভোট।
সেক্রেটারি পদে জায়েদ খান পেয়েছেন ২৭৯ ভোট, আর অমিত হাসান পেয়েছেন ১৪৫ ভোট।
এছাড়া সহ-সভাপতি রিয়াজ পেয়েছেন ৩২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাদির খান পেয়েছেন ২৬৫ ।
কার্যনির্বাহী পরিষদে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন চিত্র নায়ক সাইমন সাদিক। তিনি মোট ভোট পেয়েছেন ৩৬১।
কার্যনির্বাহী পরিষদে অন্যান্যদের মধ্যে নির্বাচিত হয়েছেন সুব্রত (৩১০ ভোট), আরমান (২৬৫), রোজিনা (৩৪৪ ভোট), অঞ্জনা ( ৩২২ ভোট), সুশান্ত (৩৪২ ভোট), আলীরাজ (৩০৩ ভোট), মৌসুমী (৩৪৯ ভোট), পূর্ণিমা (২৮২ ভোট), পপি (৩০২ ভোট), ফেরদৌস (২৬১ ভোট), নাসরিন (২৬৮ ভোট), জেসমিন (৩২৬ ভোট), ইমন (২৬২ ভোট), জ্যাকি আলমগীর (২৯৫ ভোট), জাকির হোসেন (১৯০ ভোট) ও কমল (২৪২ ভোট)।
শনিবার সকালে নির্বাচন কমিশনারের সই করা কাগজ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে।

Facebook Comments Box

Comments

comments

Posted ১০:৪২ পূর্বাহ্ণ | শনিবার, ০৬ মে ২০১৭

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997