শুক্রবার ১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

৭৫তম কান উৎসবে বিজয়ী হলেন যারা

এনা অনলাইন :   রবিবার, ২৯ মে ২০২২ 12794
৭৫তম কান উৎসবে বিজয়ী হলেন যারা

এবারের আসরের পাম ডি’অর জিতে নেয় সুইডেনের ছবি ‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’। পরিচালক রুবেন অস্টলান্ডের হাতে পুরস্কার তুলে দেন ফরাসি অভিনেতা ভাসোঁ লাদোঁ এবং মেক্সিকান পরিচালক আলফনসো কুয়ারন।

এবারের আসরে গ্রাঁ পিঁ পুরস্কারটি যৌথভাবে জিতে নিয়েছে ‘ক্লোজ’ ও ‘স্টার্স অ্যাট নুন’। আর সেরা নির্মাতার পুরস্কার জিতে নিয়েছেন দক্ষিণ কোরিয়ার পরিচালক পার্ক চান-উক।

ব্রোকার ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন কোরিয়ান অভিনেতা সং কাং হো। সেরা অভিনেত্রীর পুরস্কার গেছে ইরানি ছবি হলি স্পাইডারের কাছে। এই ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য পুরস্কার পেয়েছেন জার আমির ইব্রাহিমি।

সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতে নিয়েছে ‘বয় ফ্রম হোম’। আর কান উৎসবের ৭৫ বছর পূর্তি পুরস্কার পেয়েছেন টরি অ্যান্ড লকিটা ছবির জন্য বেলজিয়ান ভ্রাতৃদ্বয় জ্যাঁ পিয়েরে ও লুক দারদেনে।

এবারের আসরের সেরা স্বল্পদৈর্ঘ্য ছবির পুরস্কার জিতে নিয়েছে দ্য ওয়াটার মারমার্স। গত ১৭ মে শুরু হয় কানের ৭৫তম আসর।

আরও পড়ুন: অস্কারজয়ী অভিনেতার বিরুদ্ধে ৩ পুরুষকে যৌন হেনস্তার অভিযোগ

এবার একনজরে ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে বিজয়ীদের তালিকা:

স্বর্ণপাম: ট্রায়াঙ্গেল অব স্যাডনেস (রুবেন অস্টলান্ড, সুইডেন)।
গ্র্যাঁ প্রিঁ (যৌথভাবে): স্টারস অ্যাট নুন (ক্লেয়ার ডেনি, ফ্রান্স) এবং ক্লোজ (লুকাস ডোন্ট, বেলজিয়াম)।
সেরা পরিচালক: ডিসিশন টু লিভ (পার্ক চ্যান-উক, দক্ষিণ কোরিয়া)
সেরা চিত্রনাট্যকার: তারিক সালেহ (ছবি: বয় ফ্রম হ্যাভেন, সুইডেন)
সেরা অভিনেত্রী: জার আমির ইব্রাহিমি (ছবি: হলি স্পাইডার, ইরান)
সেরা অভিনেতা: সং কাং হো (ছবি: ব্রোকার, দক্ষিণ কোরিয়া)
জুরি প্রাইজ (যৌথভাবে): দ্য এইট মাউন্টেন (ফেলিক্স ফন খ্রোনিনেন ও শার্লোট ফান্দারমিয়ার্স, বেলজিয়াম) এবং ইও (ইয়াজি স্কলিমোস্কি, পোল্যান্ড)
কান উৎসবের ৭৫ বছর পূর্তি পুরস্কার: জ্যঁ-পিয়েরে দারদেন ও লুক দারদেন (টরি অ্যান্ড লকিটা, বেলজিয়াম)
ক্যামেরা দ’র: জিনা গামেল ও রাইলি কিয়াও (ছবি: ওয়ার পনি, যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র)
ক্যামেরা দ’র (বিশেষ সম্মান): হায়াকাওয়া চিয়ে (ছবি: প্ল্যান সেভেনটি ফাইভ, জাপান)
সেরা স্বল্পদৈর্ঘ্য ছবি: দ্য ওয়াটার মারমার্স (জিয়ানিং চেন, চীন)
স্বল্পদৈর্ঘ্য ছবি (বিশেষ সম্মান): মেলানকলি অব মাই মাদার’স লালাবাইস (অবিনাশ বিক্রম শাহ, নেপাল)।

সিনেফঁদাসো
প্রথম পুরস্কার: অ্যা কন্সপিরেসি ম্যান (ভালেরিও ফেরারা, ইতালির সেন্ত্রো স্পেরিমেন্তাল ডি সিনেমাটোগ্রাফিয়ার)
দ্বিতীয় পুরস্কার: সামহোয়্যার (লি জিয়াহে, চীনের হেবেই ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্কুল অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন)
তৃতীয় পুরস্কার: গ্লোরিয়াস রেভোল্যুশন (মাশা নোভিকাভা, লন্ডন ফিল্ম স্কুল) এবং হিউম্যানস আর ডাম্বার হোয়েন ক্র্যামড আপ টুগেদার (লরেন ফেরনান্দেজ, ফ্রান্সের লা সিনেফ্যাব্রিক)

ফিপরেস্কি

মূল প্রতিযোগিতা শাখা: লেইলা’স ব্রাদারস (সায়ীদ রুসতাই, ইরান)
আঁ সার্তে রিগা: দ্য ব্লু কাপ্তান (মরিয়ম তুজানি, মরক্কো)
প্যারালাল সেকশন (ক্রিটিকস উইক): দালভা (ইমানুয়েল নিকো, বেলজিয়াম)
ইকুমেনিকাল জুরি: ব্রোকার (কোরি-ইদা হিরোকাজু, জাপান)

Facebook Comments Box

Comments

comments

Posted ১১:৩০ অপরাহ্ণ | রবিবার, ২৯ মে ২০২২

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

 

President/Editor-in-chief :

Sayeed-Ur-Rabb

 

Corporate Headquarter :

 44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA, Phone : +6463215067.

Dhaka Office :

70/B, Green Road, 1st Floor, Panthapath, Dhaka-1205, Phone : + 88-02-9665090.

E-mail : americanewsagency@gmail.com

Copyright © 2019-2024Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997