এনা : | রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 54 বার পঠিত
নিউইয়র্ক সিটির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ নভেম্বর। এই নির্বাচনের আগাম ভোট শুরু হবে ২৫ অক্টোবর এবং শেষ হবে ২ নভেম্বর। ইতিমধ্যে নিউইয়র্ক সিটির বোর্ড অব ইলেকশন নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে। প্রার্থীরা নিজ নিজ অবস্থান থেকে ও দলীয় সমর্থকদের নিয়ে প্রচারণা চালাচ্ছেন। সশরীরে প্রচার-প্রচারণার পাশাপাশি অনলাইনেও প্রচারণাও চলছে।
সিটি বোর্ড অব ইলেকশন ঘোষিত সময়সূচি অনুযায়ী, সাধারণ নির্বাচন ৪ নভেম্বর মঙ্গলবার ২০২৫। ভোট গ্রহণ সকাল ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত। আগাম ভোটদানের সময়কাল ২৫ অক্টোবর ২০২৫ থেকে ২ নভেম্বর ২০২৫।
আগাম ভোটের সময়সূচি হলো : ২৫ অক্টোবর শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা, ২৬ অক্টোবর রোববার সকাল ৯টা থেকে বিকাল ৫টা, ২৭ অক্টোবর সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা, ২৮ অক্টোবর মঙ্গলবার সকাল ১০টা থেকে রাত ৮টা, ২৯ অক্টোবর বুধবার সকাল ১০টা থেকে রাত ৮টা, ৩০ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা, ৩১ অক্টোবর শুক্রবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা, ১ নভেম্বর শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা এবং ২ নভেম্বর রোববার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
৪ নভেম্বর সাধারণ নির্বাচনের জন্য অনলাইনে বা ডাকযোগে আবেদন করার শেষ দিন ২৫ অক্টোবর। কাউন্টি নির্বাচন বোর্ডে ব্যক্তিগতভাবে আবেদন করার শেষ দিন ৩ নভেম্বর। ব্যালটটি ৪ নভেম্বরের মধ্যে পোস্টমার্ক পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ডাকযোগে জমা দিতে হবে। ৪ নভেম্বর রাত ৯টার মধ্যে নিজ নিজ কাউন্টি নির্বাচন বোর্ড অফিসে ভোটারের ব্যালট জমা দিতে হবে। ২৫ অক্টোবর থেকে ২ নভেম্বরের মধ্যে নিজ নিজ কাউন্টির প্রাথমিক ভোটদান কেন্দ্রে ব্যালট জমা দিতে হবে। ৪ নভেম্বর রাত ৯টার মধ্যে নির্বাচনের দিনের ভোট কেন্দ্রে নিজ ব্যালট জমা দিতে হবে।
Posted ২:৫৮ অপরাহ্ণ | রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
America News Agency (ANA) | ANA