
এনা : | বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ | প্রিন্ট | 21 বার পঠিত
যুক্তরাষ্ট্রে যারা অবৈধভাবে আছেন বা যাদের এ দেশে স্ট্যাটাস পাওয়ার জন্য কোনো আবেদন প্রক্রিয়াধীন কিংবা মামলা কোর্টে নেই, যাদেরকে ধরতে ও তার নিজ দেশে ফেরত পাঠানোর জন্য তালিকায় নাম রয়েছে, এমন ব্যক্তিরা স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগ করতে পারেন। যারা স্বেচ্ছায় তার দেশে ফিরতে চান, তারা গ্রেপ্তার ও বাধা ছাড়াই দেশে ফিরতে পারবেন। সরকার তাদেরকে যুক্তরাষ্ট্র ত্যাগ করার জন্য ভ্রমণ সহায়তা ও দেশে ফিরে যাওয়ার পরও এক হাজার ডলারের প্রণোদনা দেবে। যারা এই সুযোগ নিয়ে নিজ দেশে ফেরত কিংবা অন্য কোনো দেশে যেতে চান, তাহলে তিনি ফিরে যেতে পারবেন। তিনি স্বেচ্ছায় এ দেশ ত্যাগ করলে ভবিষ্যতে আবার ফেরত আসার সুযোগ পেতে পারেনÑএমনটাই বলা হয়েছে। যারা ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির সিপিবি অ্যাপ ব্যবহার করবেন, তারা ভ্রমণ সহায়তা ও প্রণোদনার এই সুযোগ পাবেন। কারও যদি তার দেশে ফেরত যাওয়ার জন্য কোনো বৈধ পাসপোর্ট নাও থাকে, তাহলেও তারা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সহায়তা করবে। তবে কেউ স্বেচ্ছায় না গেলে এবং তাকে ডিপোর্টেশন করা হলে তিনি আগামী দিনে আর এ দেশে ফিরে আসতে পারবেন না। সেই সঙ্গে তার জেল-জরিমানাও হতে পারে। পাশাপাশি এ দেশে থাকা সকল সম্পদ ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, তারা অবৈধ অভিবাসীদের জন্য আর্থিক এবং ভ্রমণ নথি সহায়তা পাওয়ার এক ঐতিহাসিক সুযোগ দিয়েছে। তবে কেউ স্বেচ্ছায় স্বনির্বাসনের জন্য সিবিপি হোম অ্যাপ ব্যবহার না করে অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে থেকে গেলে আইস তার অপসারণকে অগ্রাধিকার দেবে। এটি এমন একটি প্রক্রিয়া, যার ফলে প্রায়ই আটক ও দ্রুত অপসারণ করা হয় এবং এর ফলে অবৈধ উপস্থিতির কারণে সংশ্লিষ্ট ব্যক্তির তিন বছর, দশ বছর বা স্থায়ীভাবে ভিসা গ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
ফেরত পাঠানোর জন্য তালিকায় নাম রয়েছে, এমন ব্যক্তিরা স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগ করতে পারেন। যারা স্বেচ্ছায় তার দেশে ফিরতে চান, তারা গ্রেপ্তার ও বাধা ছাড়াই দেশে ফিরতে পারবেন। সরকার তাদেরকে যুক্তরাষ্ট্র ত্যাগ করার জন্য ভ্রমণ সহায়তা ও দেশে ফিরে যাওয়ার পরও এক হাজার ডলারের প্রণোদনা দেবে। যারা এই সুযোগ নিয়ে নিজ দেশে ফেরত কিংবা অন্য কোনো দেশে যেতে চান, তাহলে তিনি ফিরে যেতে পারবেন। তিনি স্বেচ্ছায় এ দেশ ত্যাগ করলে ভবিষ্যতে আবার ফেরত আসার সুযোগ পেতে পারেন এমনটাই বলা হয়েছে। যারা ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির সিপিবি অ্যাপ ব্যবহার করবেন, তারা ভ্রমণ সহায়তা ও প্রণোদনার এই সুযোগ পাবেন। কারও যদি তার দেশে ফেরত যাওয়ার জন্য কোনো বৈধ পাসপোর্ট নাও থাকে, তাহলেও তারা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সহায়তা করবে। তবে কেউ স্বেচ্ছায় না গেলে এবং তাকে ডিপোর্টেশন করা হলে তিনি আগামী দিনে আর এ দেশে ফিরে আসতে পারবেন না। সেই সঙ্গে তার জেল-জরিমানাও হতে পারে। পাশাপাশি এ দেশে থাকা সকল সম্পদ ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, তারা অবৈধ অভিবাসীদের জন্য আর্থিক এবং ভ্রমণ নথি সহায়তা পাওয়ার এক ঐতিহাসিক সুযোগ দিয়েছে। তবে কেউ স্বেচ্ছায় স্বনির্বাসনের জন্য সিবিপি হোম অ্যাপ ব্যবহার না করে অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে থেকে গেলে আইস তার অপসারণকে অগ্রাধিকার দেবে। এটি এমন একটি প্রক্রিয়া, যার ফলে প্রায়ই আটক ও দ্রুত অপসারণ করা হয় এবং এর ফলে অবৈধ উপস্থিতির কারণে সংশ্লিষ্ট ব্যক্তির তিন বছর, দশ বছর বা স্থায়ীভাবে ভিসা গ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
Posted ৭:৫৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
America News Agency (ANA) | ANA