শুক্রবার ১৩ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

বিদেশি শিক্ষার্থীদের ভিসা সাক্ষাৎকার স্থগিত যুক্তরাষ্ট্রের

এনা :   |   বুধবার, ২৮ মে ২০২৫   |   প্রিন্ট   |   9 বার পঠিত

বিদেশি শিক্ষার্থীদের ভিসা সাক্ষাৎকার স্থগিত যুক্তরাষ্ট্রের

উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহী শিক্ষার্থীদের ভিসা কার্যক্রমে অনির্দিষ্টকালের স্থগিতাদেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। সেইসাথে, যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি শিক্ষার্থীরা ক্লাসে অনিয়মিত হয়ে পড়লে ভিসা বাতিলেরও সতর্কবার্তা দেওয়া হয়েছে।

বিদেশি শিক্ষার্থীদের জন্য দুঃসংবাদটি প্রতিবেদন আকারে প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম। স্থানীয় সময় ২৭ মে (মঙ্গলবার) প্রকাশিত প্রতিবেদনগুলোতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ফাঁস হওয়া গোপন নোটকে সূত্র হিসেবে উপস্থাপন করা হয়েছে। এতে বলা হয়েছে, বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের দূতাবাস আর কনস্যুলেটগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিদেশি শিক্ষার্থীদের ভিসা সাক্ষাৎকার বন্ধ রাখতে বলা হয়েছে।

এই সময়ের ভেতরে আবেদনকারী শিক্ষার্থীদের সোশ্যাল প্ল্যাটফর্মে তৎপরতার ওপর সূক্ষ্ম নজরদারির জন্য জনবল আর সক্ষমতা বাড়াতে কাজ করবে পররাষ্ট্র দপ্তর। বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি শিক্ষার্থীদের নতুন হুমকি দিয়েছে ট্রাম্প প্রশাসন। তাতে বলা হয়েছে, ক্লাসে অনিয়মিত হয়ে পড়লে শাস্তি স্বরূপ ভিসা বাতিল হতে পারে।

এদিকে, হার্ভার্ড ইউনিভার্সিটির জন্য সরকারি বরাদ্দ থেকে আরও তিনশ’ কোটি ডলার ছেঁটে ফেলার ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এই বরাদ্দ বাণিজ্য শিক্ষা প্রতিষ্ঠানে দিলে বেশি লাভ হবে। ফিলিস্তিনে ইসরাইলি নির্যাতনের প্রতিবাদে শিক্ষার্থীদের কর্মসূচির জেরে হার্ভার্ড ইউনিভার্সিটির সাথে প্রশাসনের এই টানাপোড়েন চলছে।

Facebook Comments Box

Comments

comments

Posted ৭:৩৫ অপরাহ্ণ | বুধবার, ২৮ মে ২০২৫

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997