শুক্রবার ১৩ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

৭৮তম কান চলচ্চিত্র উৎসব

এনা :   |   বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫   |   প্রিন্ট   |   27 বার পঠিত

৭৮তম কান চলচ্চিত্র উৎসব

ছবি : সংগৃহিত

নির্মল নীল সমুদ্র আর রূপালি বালুকায় গড়া ফ্রান্সের কান শহরে পর্দা উঠেছে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন — কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরের। তারকাময় লালগালিচা, আন্তর্জাতিক সিনেমার ঝলক, আর নতুন প্রতিভা আবিষ্কারের প্রতীক্ষায় মুখর উৎসবের মূল প্রান্তর। শুধু গ্ল্যামার নয়, শিল্প ও সমাজে নানা বিষয় নিয়ে যেসব চলচ্চিত্র কথা বলে, তাদের জন্য এই উৎসব হয়ে উঠেছে এক অনন্য মঞ্চ।

এবার উপস্থিত থাকছেন টম ক্রুজ, রবার্ট ডি নিরো, ওয়েস অ্যান্ডারসনের মতো আইকনিক মুখ। আর প্রতিযোগিতায় রয়েছে বিশ্বজুড়ে নির্বাচিত অসাধারণ ২২টি সিনেমা। কানে তাই চলচ্চিত্রপ্রেমীদের জন্য এই মে মাস যেন হয়ে উঠেছে রূপকথার মাস, যেখানে বাস্তব আর কল্পনার মাঝে চলাফেরা করে নিঃশব্দে পৃথিবী বদলে দেওয়া গল্প।

উৎসবের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের সঞ্চালক থাকছেন অভিনেতা লরাঁ লাফিত, যিনি ২০১৬ সালেও এই দায়িত্ব পালন করেন। এবারের উৎসবে প্রতিযোগিতা বিভাগে ২২টি চলচ্চিত্রের মধ্যে রয়েছে আমেরিকান পরিচালক ওয়েস অ্যান্ডারসনের ‘The Phoenician Scheme’, রিচার্ড লিংকলেটারের ‘Nouvelle Vague’, মিশরের তারিক সালেহর ‘Les Aigles de la République’ এবং ফরাসি পরিচালক হাফসিয়া হারজি ও জুলিয়া দুকুরনোর চলচ্চিত্র।

উদ্বোধনী দিনে চার্লি চ্যাপলিনের ১৯২৫ সালের ক্লাসিক ‘The Gold Rush’ এর ৪কে রেস্টোরেশন সংস্করণ প্রদর্শিত হবে, যা এই চলচ্চিত্রের শতবর্ষ পূর্তি উদযাপন করবে। এছাড়া, রবার্ট ডি নিরোকে তার চলচ্চিত্র জীবনের সম্মানে একটি সম্মানসূচক পাম দ’অর প্রদান করা হবে। ডি নিরো এর আগে ‘Taxi Driver’ (১৯৭৬) এবং ‘Mission’ (১৯৮৬) চলচ্চিত্রে অভিনয়ের জন্য কান উৎসবে পুরস্কৃত হয়েছেন।

উৎসবের বিচারক মণ্ডলীর সভাপতি হিসেবে থাকছেন ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশ, যিনি ১৯৮৫ সালে প্রথমবারের মতো কান উৎসবে অংশ নেন।

উৎসবে আরও প্রদর্শিত হবে টম ক্রুজের ‘Mission: Impossible – The Final Reckoning’, স্পাইক লির ‘Highest 2 Lowest’ এবং আমেলি বোনিনের ‘Partir un jour’, যা উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে। এছাড়া, স্কারলেট জোহানসন এবং ক্রিস্টেন স্টুয়ার্ট তাদের পরিচালিত চলচ্চিত্র নিয়ে উৎসবে অংশ নিচ্ছেন।

এই বছরের কান চলচ্চিত্র উৎসব বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক বিষয়কে কেন্দ্র করে চলচ্চিত্র প্রদর্শন করবে, যার মধ্যে রয়েছে গাজা ও ইউক্রেন সংকট সম্পর্কিত তথ্যচিত্র।

Facebook Comments Box

Comments

comments

Posted ৯:০৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997