রবিবার ২১ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

উচ্চতা বাধা হয়নি এসব বলিউড তারকার

এনা   |   শনিবার, ০৯ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   12785 বার পঠিত

উচ্চতা বাধা হয়নি এসব বলিউড তারকার

এমনি এমনিই তো আর তারকা বলা হয় না! আকাশছোঁয়া জনপ্রিয়তার বলেই সাধারণ থেকে তারকা হয়ে ওঠেন অভিনয়শিল্পীরা। এই আকাশছোঁয়ার পেছনে যে উচ্চতার কোনো হাত নেই, সেটার প্রমাণ; বলিউডের অনেক তারকার উচ্চতাই গড় মানুষের চেয়ে কম। কিন্তু তাঁরা ঠিকই ছুঁয়ে ফেলেছেন আকাশ। আইদিভা ওয়েবসাইটে মিলল এমনই কয়েকজন বি টাউন কাঁপানো তারকার আখ্যান।

আমির খান
‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত আমির খান অতীতে বাণিজ্যিক ছবি করতে গিয়ে একটু বিপদেও পড়তেন বটে এই আকারজনিত স্বল্পতার কারণে। তাঁর উচ্চতা যে মোটে ৫ ফুট ৫ ইঞ্চি (৬৫ ইঞ্চি)!

বিদ্যা বালান
যেকোনো চরিত্রে দুর্দান্ত বিদ্যা বালান। তবে উচ্চতা তাঁর মোটে ৫ ফুট ৪ ইঞ্চি।

সালমান খান
এমন বিশাল তারকার উচ্চতা মাত্র ৫ ফুট ৬ ইঞ্চি, ভাবা যায়?

রানি মুখার্জি
ক্যারিয়ারের ঝলমলে সময়ে সাফল্য পেয়েছেন নিয়মিত। উচ্চতা তাঁর মোটে ৫ ফুট ৩ ইঞ্চি।

সাইফ আলি খান
‘ছোটে নবাব’ আকারেও বেশ ছোট বলা যায়, ৫ ফুট ৬ ইঞ্চি!

রাজপাল যাদব
এই দুর্দান্ত কমেডিয়ান অভিনেতাকে ভালোবাসেন সবাই। উচ্চতা তাঁর মাত্র ৫ ফুট ৩ ইঞ্চি, এমনকি এই আকার স্বল্পতা নিয়ে ‘ম্যায়, মেরি পত্নী অউর ও’ নামের একটি ছবিতে অভিনয় করে দারুণ প্রশংসিত হয়েছিলেন রাজপাল।

শহিদ কাপুর
পরিশ্রমী অভিনেতার বিশেষ উদাহরণ শহিদ কাপুর। বহুদিন ধরে লেগে রয়েছেন বলিউডের সঙ্গে অক্লান্তভাবে। তাঁর উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি।

মাধুরী দীক্ষিত
এক যুগের বেশি সময় ধরে রীতিমতো বলিউড শাসন করেছেন মাধুরী। অভিনয়ের সঙ্গে সঙ্গে নাচের জন্য তাঁর খ্যাতি অন্য পর্যায়ের। উচ্চতা কিন্তু তেমন নয়, ৫ ফুট সাড়ে ৩ ইঞ্চি।

কাজল
নব্বই দশকের বাণিজ্যিক ছবির সফলতম অভিনেত্রীদের একজন কাজল। উচ্চতা তাঁর ৫ ফুট ৩ ইঞ্চি।

আরশাদ ওয়ার্সি
বহুমাত্রিক চরিত্রে অভিনয়ে পারঙ্গম এই অভিনেতার উচ্চতা কিন্তু তেমন একটা নয়, ৫ ফুট ৫ ইঞ্চি।

Facebook Comments Box

Comments

comments

Posted ৬:৫৫ অপরাহ্ণ | শনিবার, ০৯ নভেম্বর ২০২৪

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997