রবিবার ২১ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রকে ১০ উইকেটে হারিয়ে সেমিতে ইংল্যান্ড

এনা :   |   সোমবার, ২৪ জুন ২০২৪   |   প্রিন্ট   |   12789 বার পঠিত

যুক্তরাষ্ট্রকে ১০ উইকেটে হারিয়ে সেমিতে ইংল্যান্ড

সুপার এইটে ২ নম্বর গ্রুপে নিজেদের শেষ ম্যাচে রোববার (২৩ জুন) ইংল্যান্ড ১০ উইকেটে হারিয়েছে যুক্তরাষ্ট্রকে। টস হেরে আগে ব্যাট করা যুক্তরাষ্ট্রের ইনিংস থামে ১১৫ রানে। ৬২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় ইংল্যান্ড।

এই জয়ের ফলে প্রথম দল হিসেবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করল ইংল্যান্ড। তিন ম্যাচ থেকে দুই জয়ে গ্রুপের শীর্ষে ইংল্যান্ড। তাদের নেট রান রেট ১.৯৯২।

গ্রুপের শেষ ম্যাচে উইন্ডিজ বা দক্ষিণ আফ্রিকা যেই দলই জিতুক ইংল্যান্ডের সেমিফাইনালে খেলা নিশ্চিত।

ক্রিস জর্ডান হ্যাটট্রিকসহ এক ওভারে ৪ উইকেট নিলে ১১৫ রানেই গুটিয়ে যায় টস হেরে আগে ব্যাট করা যুক্তরাষ্ট্র। ৬ বলের মধ্যে শেষ ৫ উইকেট হারায় যুক্তরাষ্ট্র।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে জস বাটলার ৩২ বলে ফিফটি পূর্ণ করেন। হারমিত সিংয়ের এক ওভারে পাঁচটি ছক্কা হাঁকান বাটলার। শেষ পর্যন্ত বাটলার ৬ চার ও ৭ ছক্কায় ৩৮ বলে ৮৩ রানে অপরাজিত থাকেন। ফিল সল্ট ২১ বলে ২৫ রানে অপরাজিত থাকেন। ইংল্যান্ড করে বিনা উইকেটে ১১৭ রান।

জর্ডান হ্যাটট্রিক, বাটলার বিধ্বংসী ইনিংস খেললেও ম্যাচসেরা হয়েছেন আদিল রশিদ। ৪ ওভারে ১৩ রান দিয়ে নীতিশ কুমার (৩০) ও অ্যারন জোনসকে (১০) ফেরান রশিদ।

Facebook Comments Box

Comments

comments

Posted ১২:৫০ পূর্বাহ্ণ | সোমবার, ২৪ জুন ২০২৪

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997