
এনা : | রবিবার, ২৩ জুন ২০২৪ | প্রিন্ট | 12738 বার পঠিত
ক্রিকেটের যেকোনো ফরম্যাটে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো জয় পেয়েছে আফগানিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ‘গ্রুপ-১’ এর মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচেজয়ের ফলে নিজেদের সেমিফাইনালে যাওয়ার আশা টিকিয়ে রেখেছে আফগানিস্তান। নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জিতলেই প্রথমবারের মতো সেমিফাইনাল খেলার স্বপ্ন পূরর্ণ হবে রশিদ খান, গুলবাদিন নাইব ও রহমানউল্লাহ গুরবাজদের।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক এই জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়েছেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। জয়োল্লাসের কিছু ছবি শেয়ার করে রশিদ ক্যাপশনে লিখেন, ‘প্রিয় দেশবাসী, অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক বিজয়ের জন্য সবাইকে অভিনন্দন জানাই। প্রিয় দেশবাসী, আমি আনন্দিত যে আমরা আপনাদের মুখে আবার হাসি ফুটিয়েছি। আফগানিস্তান জিন্দাবাদ।’
এর আগে ম্যাচশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান বলেন, ‘আমাদের জন্য অনেক বড় জয়। দারুণ অনুভূতি। এটা এমন কিছু, যা আমরা গত দুই বছর ধরে মিস করেছি। জয়টা পেয়ে খুবই খুশি এবং ছেলেদের নিয়ে অনেক বেশি গর্বিত।’
আফগন কাপ্তান বলেন, ‘আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল একই একাদশ নিয়ে খেলতে নামা। আমরা প্রতিপক্ষকে ভালোভাবে পড়তে পেরেছি আর ওই অনুযায়ী একাদশ সাজিয়েছি। এখানে ১৪০ ভালো রান। আমরা যদিও শেষটা যেভাবে চেয়েছি সেভাবে করতে পারিনি।’
দলের ওপেনিং জুটি নিয়ে রশিদ খান বলেন, ‘উদ্বোধনী জুটি আমাদের শুরুটা এনে দিয়েছে। এই উইকেটে ১৩০ এর বেশি যেকোনো রান আমরা ডিফেন্ড করতে পারবো যদি শান্ত থাকি ও বিশ্বাস রাখি। এটাই দলের সৌন্দর্য, অনেক অলরাউন্ডার আর বিকল্প আছে।
‘গুলবাদিন যেভাবে আজকে বল করেছে, তার যে অভিজ্ঞতা, সেটা আমাদের জন্য ভালো কিছু এনে দিয়েছে। যেভাবে নবী শুরু করেছে- ওয়ার্নারের উইকেট, দেখাটা শান্তির ছিল। এই জয় আমাদের, দেশ-বিদেশে আফগানিস্তানের মানুষদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি নিশ্চিত তারা গর্বিত ও ম্যাচটা উপভোগ করেছে।’ যুক্ত করেন রশিদ।
Posted ১০:১৩ অপরাহ্ণ | রবিবার, ২৩ জুন ২০২৪
America News Agency (ANA) | ANA