রবিবার ২১ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

বিমানে সাকিবদের সংবর্ধনা

এনা অনলাইন :   |   বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   12784 বার পঠিত

বিমানে সাকিবদের সংবর্ধনা

ওয়ানডে বিশ্বকাপ খেলতে ২৭ সেপ্টেম্বর বুধবার ভারতের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ। সন্ধ্যার পর গুয়াহাটিতে পৌঁছায় টিম টাইগার।

লাল-সবুজের প্রতিনিধিরা ভারতে গেছেন বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে করে। সেখানে সাকিব আল হাসানদের সংবর্ধনা দেয় বিমান কর্তৃপক্ষ। বিশ্বকাপকে সামনে রেখে সেখানে কেকও কাটা হয়।

সাকিবদের সংবর্ধনা গ্রহণের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, বিমানবালারা ফুলের তোড়া তুলে দিচ্ছেন। অন্যদিকে সাকিবরা তাদের অটোগ্রাফসহ স্মারক ব্যাট উপহার দেন।

বুধবার বিকেল ৪টায় ঢাকা থেকে যাত্রা শুরু করে সাকিব বাহিনী। বিশ্বকাপ শুরুর আগে নানা নেতিবাচক খবরের প্রভাব ক্রিকেটারদের মাঠের পারফরম্যান্সে পড়বে না বলে জানিয়ে গেছেন টিম লিডার খালেদ মাহমুদ সুজন। দেশ ছাড়ার আগে তামিম ইস্যুতেও কথা বলেন সুজন।

বিমান ছাড়ার বাকি তখন মাত্র ২০ মিনিট। বিশ্বকাপ যাত্রার আগে অফিশিয়াল একটা ফটোশেসনের রেওয়াজ থাকলেও এবার ছিল না সে রকম কিছুই। তাই হয়তো বিমানবন্দরেই এই বাড়তি আয়োজনটা করেছিল বোর্ড। নিকট অতীতে এসব আনুষ্ঠানিকতায় যোগ না দেওয়া ক্যাপ্টেন হঠাৎ করেই হাজির সেখানে। দলটা যে তার নিজের, তা বোঝাতেই যেন একটু বাড়তি উচ্ছ্বাস দেহ ভঙ্গিমায়। তবে কালিমা একটা থেকেই গেল, টিম ফটোতে ছিলেন না সহ-অধিনায়কত্ব হারানো লিটন দাস।

তার আগেই একে একে স্বপ্নযাত্রায় অংশ নিতে নির্ধারিত সময়ে বিমানবন্দরে হাজির হতে থাকেন ক্রিকেটাররা। ছেলেকে কোলে নিয়ে হাজির হন মিরাজ। আর বাবার সঙ্গে তাসকিন। মুশফিক-লিটন-মোস্তাফিজরা এলেন নিজ নিজ যানবাহনে। বিসিবির উদ্যোগে আসেন তানজিদ তামিম-তানজিম সাকিবরা। যদিও সবার আগ্রহের কেন্দ্রে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।

Facebook Comments Box

Comments

comments

Posted ১০:৪৪ অপরাহ্ণ | বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997