রবিবার ২১ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

নেপালকে উড়িয়ে এশিয়া কাপ শুরু পাকিস্তানের

এনা অনলাইন :   |   বুধবার, ৩০ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   12756 বার পঠিত

নেপালকে উড়িয়ে এশিয়া কাপ শুরু পাকিস্তানের

দাপুটে জয়ে এবারের এশিয়া কাপ অভিযান শুরু করল পাকিস্তান। মুলতানে উদ্বোধনী ম্যাচে টুর্নামেন্টের নবাগত দল নেপালকে উড়িয়ে দিয়েছেন বাবর আজমরা। পাকিস্তান জিতেছে ২৩৮ রানে। লক্ষ্য তাড়া করতে নেমে নেপাল নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২৩.৪ ওভারে থামে ১০৪ রানে। এর আগে টসে জিতে দুই সেঞ্চুরিতে পাকিস্তান করে ৬ উইকেটে ৩৪২ রান।

এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে আফগানিস্তানের বিপক্ষে যে ওয়ানডে সিরিজ খেলেছিলেন, তার শেষ দুটিতে ফিফটি করেন বাবর। ৩০ আগস্ট মুলতানে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে নেপালের বিপক্ষে সেই পারফরম্যান্সটাই টেনে আনলেন বাবর। দলের প্রয়োজনীয় মুহূর্তে ১৩১ বলে ১৪ চার ও ৪ ছয়ে খেললেন ১৫১ রানের ঝকঝকে ইনিংস। তাতেই ছুঁয়ে ফেললেন বেশ কয়েকটি মাইলফলক।

ওয়ানডেতে দ্রুততম পাঁচ সেঞ্চুরির রেকর্ডে হাশিম আমলাকে টপকে গিয়েছিলেন বাবর। এবার দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটারের আরেকটি রেকর্ড নিজের করে নিলেন পাকিস্তানি ব্যাটার। ওয়ানডেতে দ্রুততম ১৯ সেঞ্চুরির রেকর্ডটি এখন তার। আগে এই রেকর্ডটি ছিল আমলার।

এ ছাড়া নেপালের বিপক্ষে ম্যাচে আরও বেশ কয়েকটি মাইলফলক ছুঁয়েছেন বাবর। ১২৪ রানে চতুর্থ উইকেট হারানোর পর ইফতিখার আহমেদের সঙ্গে চতুর্থ উইকেটে ১৩১ বলে ২১৪ রানের জুটি গড়েন বাবর। এশিয়া কাপের ইতিহাসে এটি তৃতীয় সর্বোচ্চ রানের জুটি, পাকিস্তানের মাটিতে সর্বোচ্চ। এশিয়া কাপে যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটিতে আগের দুটিও পাকিস্তানের। আর ওয়ানডেতে চতুর্থ উইকেটে এটি পাকিস্তানের সর্বোচ্চ জুটিও।

পাকিস্তানের অধিনায়ক হিসেবে ওয়ানডেতে সর্বোচ্চ ইনিংসটি ছিল বাবরের। ২০২১ সালে এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন ১৫৮ রান। এবার খেললেন নিজের ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস, এটি পাকিস্তানি অধিনায়ক হিসেবেও দ্বিতীয় সর্বোচ্চ।

ইনিংসের শুরুতে অবশ্য ধাক্কা খেয়েছিল পাকিস্তান। দলীয় ২৫ রানে দুই ওপেনার ফখর জামান (১৪) ও ইমাম-উল-হককে (৫) হারায় তারা। এরপর উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে ৮৬ রানের জুটি গড়ে সেই ধাক্কা সামাল দেন বাবর। রিজওয়ান ৪৪ রানে রানআউট হয়ে ফেরার পর আগা সালমানকেও (৫) দ্রুত হারিয়ে ফেলে পাকিস্তান। এর পরই ইফতিখারকে নিয়ে বাবরের জুটি। বাবর ফেরেন সম্পাল কামির বলে। ইফতিখার ৭১ বলে ১০৯ রানে অপরাজিত ছিলেন। ইনিংসের শেষ বলে কামির দ্বিতীয় শিকার হন শাদাব খান (৪)।

লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১৪ রানেই তিন টপ অর্ডারকে হারায় নেপাল। দলীয় শতরানের আগেই পাকিস্তানের পেস তোপে ৮ উইকেট হারিয়ে বসে তারা। শাদাব শেষ উইকেট ললিত রাজবংশীকে এলবিডব্লু করলে উদযাপনে মেতে ওঠে পাকিস্তান। নেপালের হয়ে আরিফ শেখ (২৬), কামি (২৮) ও গুলশান ঝা (১৩) ছাড়া আর কেউ দুই অঙ্কের রান করতে পারেননি। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন শাদাব। দুটি করে উইকেট ভাগাভাগি করেছেন শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বাবর আজম।

Facebook Comments Box

Comments

comments

Posted ১১:৪৮ অপরাহ্ণ | বুধবার, ৩০ আগস্ট ২০২৩

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997