শুক্রবার ১ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

নিউইয়র্কে অনুষ্ঠিত হলো ঢালিউড অ্যাওয়ার্ড

এনা অনলাইন :   বুধবার, ২৮ জুন ২০২৩ 12725
নিউইয়র্কে অনুষ্ঠিত হলো ঢালিউড অ্যাওয়ার্ড

নিউইয়র্কে দেশ ও প্রবাসের ১৭ জন সঙ্গীতশিল্পী এবারে পেলেন ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ডস। গত ২৫ জুলাই রোববার রাতে কুইন্সের জ্যামাইকার অ্যামাজুরা’র মিলনায়তনে অনুষ্ঠিত ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ডস ২১তম আসরে নিউ ইয়র্কের শো টাইম মিউজিকের স্বত্বাধিকারী আলমগীর খান আলম পুরুস্কারপ্রাপ্ত ১৭ জন শিল্পী ও কলাকুশলীর নাম ঘোষনা করেন। বাংলাদেশি শিল্পী ছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে যুক্তরাষ্ট্র প্রবাসী শিল্পী ও কলাকুশলীরাও পেয়েছেন বেশ কয়েকটি পুরুস্কার।

সাজু খাদেমের সঞ্চালনায় এবারে নিউ ইয়র্কের সর্ববৃহৎ বিনোদমূলক অনুষ্ঠান ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস যারা পেয়েছেন তারা হলেন-সেরা ব্যান্ড নগর বাউল জেমস, জনপ্রিয় ব্যান্ড চিরকুট, সেরা গায়ক তাহসান খান, প্রতিভাবান গায়ক প্রতিক হাসান, সেরা লোকগীতি শিল্পী সেলিম চৌধুরী ও রেশমি মির্জা, বিশেষ ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ড মেহের আফরোজ শাওন, ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ড উত্তর আমেরিকা প্রমি তাজ, মোঃ তরিকুল ইসলাম মিঠু, আফতাব জনি, মেহজাবিন মাহবুব খুশবু, আজীবন সম্মাননা দিলরুবা খান, ঢালিউড সঙ্গীত পরিচালক পুরস্কার জাকের খান মজলিশ, নাট্য পরিচালক সৈয়দ আর ইমন, নাট্য অভিনেতা তরিকুল ইসলাম মিঠু, ইয়াং ট্যালেন্টেড ঢালিউড অ্যাওয়ার্ড ফাতিহা আয়াত এবং ইয়াং ট্যালেন্টেড ডালিউড অ্যাওয়ার্ড প্রিসিলা। এছাড়াও যুক্তরাষ্ট্র প্রবাসী বেশ কয়েকজন পৃষ্ঠপোষকও পেয়েছেন এবারের নিউ ইয়র্ক ঢালিউড অ্যাওয়ার্ডস।

শো টাইম মিউজিকের স্বত্বাধিকারী আলমগীর আলম খান বলেন, আমাদের ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ডসের ২১তম আসর সর্বত্রই সফল হয়েছে। এবারের আসরের পেছনে যারা কাজ করেছেন তাদের সবাইকে তিনি আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি বলেন, ভার্জিনিয়ায় আগামী ১ জুলাই অনুষ্ঠিত হবে ঢালিউড অ্যাওয়ার্ডসের ২১তম আসরের দ্বিতীয় পর্ব। এবারেই প্রথম ঢালিউড অ্যাওয়ার্ডসের এ আসরকে দু’টি পর্বে ভাগে ভাগ করা হয়েছে। ১ জুলাই ভার্জিনিয়ায় অনুষ্ঠিতব্য আসরে ঘোষনা করা হবে ঢালিউড ফিল্ম অ্যাওয়ার্ডসে পুরুস্কারপ্রাপ্তদের নাম। ভার্জিনিয়ায় অনুষ্ঠিতব্য আসর সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।

ভার্জিনিয়া প্রবাসী ব্যবসায়ী নেতা কবির পাটোয়ারী, ৭১ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট পারভিন পাটোয়ারী, সাধারণ সম্পাদক মনির হোসেন, বাংলাদেশ আমেরিকা ফাউন্ডেশনের সভাপতি হাসান চৌধুরী ও সাধারণ সম্পাদক সারোয়ার মাহি ভার্জিনিয়ায় অনুষ্ঠিতব্য আসর সফল করার জন্য কাজ শুরু করেছেন বলে উল্লেখ করেন শো টাইম মিউজিকের স্বত্বাধিকারী আলমগীর খান আলম।

এবারে নিউ ইয়র্কের ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ডসের পৃষ্ঠপোষকতায় যারা ছিলেন তারা হলেন- গোল্ডেন এজ হোল কেয়ার, ইমিগ্রান্ট এল্ডার হোম কেয়ার, আশা হোম কেয়ার, সারাহ হোম কেয়ার, রিয়েল্টর নুরুল আজিম, হেলাল মিয়া, মফিজুর রহমান, আবু বকর হানিপ, দুলাল বেহেদো, মোহাম্মদ খলিলুর রহমান, প্রিমিয়াম রেস্টুরেন্ট, শাহ জে চৌধুরী, লিবার্টি রিনোভেশন, মোহাম্মদ নমি, বাংলা ট্রাভেলস, এসএস ব্রোকারেজ, সানমান এক্সপ্রেস, মাছওয়ালা, ডা চৌধুরী সারওয়্রাুল হাসান, তারেক হাসান খান, এটর্নি মঈন চৌধুরী, ফ্রেস ফুডস, জেএফএম রাসেল, ফারাহ মিথিলা, এটর্নি রুমা জান্নাতুল ও সিলেট মোটরস।

Facebook Comments Box

Comments

comments

Posted ১১:৫৫ পূর্বাহ্ণ | বুধবার, ২৮ জুন ২০২৩

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

 

President/Editor-in-chief :

Sayeed-Ur-Rabb

 

Corporate Headquarter :

 44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA, Phone : +6463215067.

Dhaka Office :

70/B, Green Road, 1st Floor, Panthapath, Dhaka-1205, Phone : + 88-02-9665090.

E-mail : americanewsagency@gmail.com

Copyright © 2019-2023Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997