আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের মঞ্চে এসে গুজরাটবাসীকে স্বাগত জানিয়ে পুষ্পা মুভির ‘সামি সামি’ গানে নাচলেন রাশ্মিকা মান্দানা। তার পরের গান ছিল ‘শ্রীবল্লি’। এরপর তামান্না ভাটিয়ার নাচে মাতল আহমেদাবাদের গ্যালারি। তেলেগু, গুজরাটিসহ একাধিক ভাষার সুপারহিট গানে নেচে মাতিয়ে দিলেন তিনি।
গলফ কার্টে করে ঘুরতে ঘুরতে গান ধরলেন বলিউডের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। স্ত্রী হৃষিতাকে নিয়ে তখন স্টেডিয়ামে হাজির ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআিই) সচিব জয় শাহ। ছিলেন সভাপতি রজার বিনিও। আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমলও।
তবে হাজার হাজার সমর্থক উদ্বোধনী ম্যাচের আগে অরিজিতের গানে মজে রইলেন। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চান্না মেরেয়া, কবিরার মতো সুপারহিট গান গাইছেন অরিজিৎ। গুজরাটি গান দিয়ে অনুষ্ঠান শুরু করেন তিনি।
তার পরেই ‘রাজি’ সিনেমার গান দিয়ে আসর মাতান। অনুষ্ঠান শেষে আইপিএলের প্রথম ম্যাচে খেলতে নামে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স ও মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।
চলতি আইপিএলে দিনের ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়, রাতের ম্যাচ ৮টায়। বেশির ভাগ দিন ম্যাচ হবে ১টি করে। দুটি করে ম্যাচ আছে ১৮ দিন। কোভিড বিধিনিষেধের কারণে গত বছরের ম্যাচ হয়েছিল মাত্র তিনটি ভেন্যুতে। এবার কোভিড-পূর্ব সময়ের মতো হোম অ্যান্ড অ্যাওয়েতে ফিরছে আইপিএল। মোট ভেন্যু এবার ১২টি।
Posted ১১:০০ অপরাহ্ণ | শুক্রবার, ৩১ মার্চ ২০২৩
America News Agency (ANA) | ANA