বুধবার ২৪ মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ইংল্যান্ড দল ঢাকায়

এনা অনলাইন :   শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৩ 12705
ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ইংল্যান্ড দল ঢাকায়

তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছেছে ইংল্যান্ড ক্রিকেট দল। শুক্রবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন ইংলিশ ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে এ সময় তাদের স্বাত জানানো হয়।

১ মার্চ শুরু হবে দুই দলের প্রথম ওয়ানডে। মিরপুরে দিবারাত্রির ম্যাচটি শুরু হবে দুপুর ১২টায়। একই মাঠে ৩ মার্চ হবে দ্বিতীয় ওয়ানডে। এরপর তৃতীয় ওয়ানডে হবে ৬ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সেখানেই ৯ মার্চ অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। এরপর ১২ ও ১৪ মার্চ ঢাকায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের বাকি দুটি ম্যাচ।

বাংলাদেশের সঙ্গে তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ইংল্যান্ড ক্রিকেট দল। তিন ভাগে ২৪ জন সদস্য ঢাকায় পৌঁছাবেন আজ। সকাল সাড়ে ৭টায় প্রথম গ্রুপ, ৮টা ১০ মিনিটে দ্বিতীয় গ্রুপ পৌঁছে যায়। দুপুর সাড়ে ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে শেষ গ্রুপ।

ওয়ানডে এবং টি২০ মিলিয়ে ৩৬ জনের বহর ইংল্যান্ডের। অগ্রবর্তী সদস্য হিসেবে নিরাপত্তা কর্মকর্তা আজই ঢাকায় পৌঁছেছেন। এভাবে পালা করে দুই সংস্করণের ক্রিকেটাররা বাংলাদেশে আসছেন।

শনিবার সকালে মিরপুরের একাডেমি মাঠে প্রথম অনুশীলন করবে ইংলিশ দলটি। নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ দিয়ে বাংলাদেশ অনুশীলন করেছে আজ। মিরপুরে দিবা-রাত্রির ৫০ ওভারের ম্যাচ খেলছেন তামিম-মুশফিকরা। নতুন করে ফেরা পুরনো কোচ চণ্ডিকা হাথুরুসিংহে চোখ রাখছেন ম্যাচে।

ইংলিশদের এবারের বাংলাদেশ সফর দুটি কারণে গুরুত্বপূর্ণ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অংশ। যদিও বাংলাদেশের মতো তারাও অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করে ফেলেছে। এর পরও টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে বাংলাদেশের বিপক্ষে জয়ের মিশন নিয়েই খেলবে তারা। আর টি২০ ক্রিকেটে ইংলিশরা তো এখন অপ্রতিরোধ্য।

গত বছর অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে ভারত, পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে শিরোপা জেতেন অ্যালেপ হেলসরা। বাংলাদেশেও বিশ্বকাপের ছন্দটা ধরে রাখার চেষ্টা থাকবে চ্যাম্পিয়নদের। যদিও নিউজিল্যান্ডে টেস্ট সিরিজ চলায় কয়েকজন ক্রিকেটারকে এই সফরে রাখতে পারেনি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ওয়ানডে দল: জস বাটলার (অধিনায়ক), টম অ্যাবেল, রেহান আহমেদ, মঈন আলী, জোফরা আর্চার, স্যাম কারান, সাকিব মাহমুদ, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিসি টপলি, জেমস ভিন্স, ক্রিস ওকস, মার্ক উড।

টি-টোয়েন্টি দল: জস বাটলার (অধিনায়ক), টম অ্যাবেল, রেহান আহমেদ, মঈন আলী, জোফরা আর্চার, স্যাম কারান, বেন ডুকেট, উইল জ্যাকস, ক্রিস জর্ডান, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, রিসি টপলি, ক্রিস ওকস, মার্ক উড।

Facebook Comments Box

Comments

comments

Posted ১১:৪৫ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৩

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

 

President/Editor-in-chief :

Sayeed-Ur-Rabb

 

Corporate Headquarter :

 44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA, Phone : +6463215067.

Dhaka Office :

70/B, Green Road, 1st Floor, Panthapath, Dhaka-1205, Phone : + 88-02-9665090.

E-mail : americanewsagency@gmail.com

Copyright © 2019-2023Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997