বিশ্ববিখ্যাত পপ সুপারস্টার টেইলর সুইফট আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডে সেরা শিল্পী নির্বাচিত হয়েছেন। ২০ নভেম্বর (রোববার) লস অ্যাঞ্জেলেসে অ্যাওয়ার্ড শোতে রেড অ্যালবামের জন্য তাকে এ সম্মাননা দেয়া হয়। ২০১২ সাল প্রকাশিত হওয়া রেড অ্যালবামটি পুনরায় রেকর্ডিং করে বাজারজাত করায় এটি নতুন করে আলোচনায় আসে। পাশাপাশি অ্যালবামটি তুমুল শ্রোতাপ্রিয়তাও লাভ করে। ৩২ বছর বয়সী এ তারকা তার অতীতে প্রকাশিত অ্যালবামের নতুন সংস্করণ বের করে অ্যাওয়ার্ড পান যা সত্যিই বিস্ময়কর।
অ্যাওয়ার্ড শোয়ের মঞ্চে উঠে টেইলর বলেন, আমি এখনো গান করছি এবং আপনারা এখনো আমার গান শুনছেন, এই ভালোলাগা আমি বলে বোঝাতে পারব না। আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডে বর্ষসেরা শিল্পী বিভাগে অন্যান্যদের মধ্যে আছেন, সুইফট বিয়ন্স, হ্যারি স্টাইলস, দ্য উইকেন্ড, ড্রেক, অ্যাডেল ও ব্যাড বানি।
Posted ৭:৩০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২
America News Agency (ANA) | ANA