অনলাইন ডেস্ক : | মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট | 929 বার পঠিত
যুক্তরাষ্ট্রের জনকল্যাণমুখী বরাদ্দ কাটছাঁট করে আগামী অর্থবছরে পাঁচ হাজার চারশ কোটি ডলারের ‘ঐতিহাসিক সেনাবাজেট’র প্রস্তাব দিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০১৮ অর্থবছরের বাজেট-সংক্রান্ত ট্রাম্পের প্রাথমিক পরিকল্পনাতেই এ প্রস্তাব রয়েছে। সোমবার হোয়াইট হাউসে ৪৬ গভর্নরের সঙ্গে নৈশভোজ অনুষ্ঠানে এ পরিকল্পনা প্রকাশ করেন ট্রাম্প। ক্ষমতা গ্রহণের পর তার প্রথম এ বাজেট প্রস্তাব আজ মঙ্গলবার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পাঠানোর কথা। এদিকে গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে ট্রাম্পের আগামীকালের নির্ধারিত ভাষণের দিকে। এ দিন কংগ্রেসে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিনি। খবর ডেইলি মেইল, এএফপি, নিউইয়র্ক টাইমস ও এপির।
রিপাবলিকানদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা অনুযায়ী নতুন বাজেটে এনভায়রনমেন্টাল প্রটেকশন এজেন্সির (ইপিএ) জন্য বরাদ্দ জলবায়ু সুরক্ষা তহবিলে বড় ধরনের কাটছাঁটের প্রস্তাব রয়েছে। তবে একজন প্রশাসনিক কর্মকর্তা জানান, নতুন বাজেটে ট্রাম্প সামাজিক নিরাপত্তা ও চিকিৎসাসেবা খাতে কোনো পরিবর্তন আনছেন না। বাজেট নিয়ে প্রকাশ্যে কথা বলা বারণ হলেও ক্যাপিটাল হিলের ঘনিষ্ঠ মহলসহ এ কর্মকর্তা উলি্লখিত পরিবর্তনগুলোর কথা নিশ্চিত করেছেন। আগামীকাল কংগ্রেসের নিম্নকক্ষে প্রথমবারের মতো ভাষণ দেবেন ডোনাল্ড ট্রাম্প। এর ঠিক একদিন আগেই বাজেট পরিকল্পনা পাঠানো হচ্ছে সংশ্লিষ্ট বিভাগে।
এর ফলে ধারণা করা হচ্ছে, কংগ্রেসের ওই নির্ধারিত ভাষণে ট্রাম্প দেশের অর্থনৈতিক ইস্যুকেই সামনে তুলে ধরবেন।
ট্রাম্পের বাজেট পরিকল্পনায় প্রতিরক্ষা খাত ছাড়া অনেক খাতেই কাটছাঁট হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের যেসব কল্যাণমূলক কার্যক্রম রয়েছে, সেসব তহবিলও কাটছাঁটের মধ্যে পড়বে। আশা করা হচ্ছে, মার্চের মাঝামাঝি নাগাদ ট্রাম্প তার বাজেট প্রস্তাব চূড়ান্ত করবেন। তিনি জানান, এবার তিনি সেনাবাহিনীকে আরও শক্তিশালী, আরও বড় এবং আরও দক্ষ করে তুলবেন, যা মার্কিন ইতিহাসে নজিরবিহীন।
ট্রাম্পের ভাষণের দিকে তাকিয়ে বিশ্ব : সরকার গঠনের এক মাস এক সপ্তাহ পরে কংগ্রেসের যৌথ অধিবেশনে প্রথমবার ভাষণ দিতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নানা বিতর্কের মধ্যে থাকা তিনি নতুন কোনো পথ দেখাবেন কি-না, তার পরিকল্পনায় কোনো পরিবর্তন আসবে কি-না_ সে নিয়ে চলছে হিসাব-নিকাশ।
Posted ৬:৪৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৭
America News Agency (ANA) | Payel