এনা অনলাইন : | রবিবার, ১৮ জুলাই ২০২১ | প্রিন্ট | 202 বার পঠিত
শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় কান চলচ্চিত্র উৎসবের মূল ভবন প্যালে ডে ফেস্টিভ্যালে বসে ৭৪তম আসরের সমাপ্তি অনুষ্ঠান। যেখানে উপস্থিত হন মূল প্রতিযোগিতা বিভাগের সব বিচারক ও উৎসব কর্তৃপক্ষসহ আমন্ত্রিত অতিথিরা।
ধীরে ধীরে জানানো হয় গ্র্যান্ড প্রিক্স, জুরি অ্যাওয়ার্ড, সেরা নির্মাতা, সেরা চিত্রনাট্য এবং সর্বোচ্চ পুরস্কার স্বর্ণ পাম সহ বেশকিছু পুরস্কার জয়ী সিনেমা ও নির্মাতার নাম।
এক নজরে দেখে নেওয়া যাক কারা হাসলেন শেষ হাসি:
পাম দর: টাইটেন, নির্মাতা জুলিয়া ডুকুরনো
গ্র্যান্ড প্রিক্স: অ্যা হিরো ও কমপার্টমেন্ট নম্বর সিক্স
জুরি প্রাইজ: ‘আহেদ স নি’ ও ‘মেমোরিয়া’
সেরা নির্মাতা: লিও কারাক্স (অ্যানেটে)
সেরা অভিনেতা: ক্যালেব ল্যান্দ্রি জোনস (নিট্রাম)
সেরা অভিনেত্রী: রেনেট রেইনসভে (দ্য ওর্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড)
সেরা চিত্রনাট্য: রিয়ুসুকে হামাগুচি (ড্রাইভ মাই কার)
ক্যামেরা দর: ‘মুরিনা’ (অ্যান্টোনেটা আলামত কুসিজানোভিচ)
শর্ট ফিল্ম পাম দর: টিয়ান জিয়া উ ইয়া (টাং ওয়াই)
বিশেষ জুরি (শর্ট ফিল্ম): চেউ ডে আগোস্তো (জাসমিন টেনুচি)
Posted ১২:২৯ অপরাহ্ণ | রবিবার, ১৮ জুলাই ২০২১
America News Agency (ANA) | ANA