শুক্রবার ১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

টেস্ট ও টি-২০ র‌্যাংকিংয়ে শীর্ষে অস্ট্রেলিয়া

এনা অনলাইন :   শুক্রবার, ০১ মে ২০২০ 488
টেস্ট ও টি-২০ র‌্যাংকিংয়ে শীর্ষে অস্ট্রেলিয়া

প্রায় দেড় মাস সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেট স্থগিত। তারপরও আইসিসির র‌্যাংকিংয়ে (পুরুষ) এসেছে বড় পরিবর্তন। ২০১৬ সালের অক্টোবর থেকে টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করে আছে ভারত। সর্বশেষ পাঁচটি সিরিজেও তারা জিতেছে। তারপরও শীর্ষস্থান হারিয়েছে ভারত। নেমে গেছে তিনে। অস্ট্রেলিয়া ফিরেছে শীর্ষে। দুইয়ে আছে নিউজিল্যান্ড।

ওদিকে দীর্ঘ ২৭ মাস পরে টি-২০ র‌্যাংকিংয়ের শীর্ষস্থান হারিয়েছে আরেক এশিয়ার দল পাকিস্তান। তারাও অস্ট্রেলিয়ার কাছে হারিয়েছে শীর্ষস্থান। টি-২০ র‌্যাংকিং থেকে পাকিস্তান নেমে গেছে চারে। ইংল্যান্ড আছে দ্বিতীয় অবস্থানে এবং ভারত তৃতীয় অবস্থানে।

তবে ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষেই আছে ইংল্যান্ড। ২০১৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপের আগে থেকেই শীর্ষস্থানে ছিল দলটি। বিশ্বকাপ জিতে সেটা পক্ক করে। এখনও ওয়ানডে ফরম্যাটে নিজেদের আভিজাত্য ধরে রেখেছে ইংল্যান্ড। তবে টেস্টে তারা আছে চারে।

টেস্ট র‌্যাংকিংয়ে বাংলাদেশ আছে নয়ে। বাংলাদেশের নিচে আছে কেবল জিম্বাবুয়ে। তবে পয়েন্টের হিসেবে বাংলাদেশের ওপরে আছে আফগানিস্তান। টেস্ট ফরম্যাটে আফগানদের পয়েন্ট ৫৭ এবং বাংলাদেশের ৫৫। তবে র‌্যাংকিংয়ে নাম তোলার মতো পর্যাপ্ত টেস্ট এখনও আফগানিস্তান খেলেনি। সেজন্য প্রকৃত র‌্যাংকিংয়ে তোলা হয়নি তাদের নাম।

এছাড়া ওয়ানডে র‌্যাংকিংয়ে বাংলাদেশ আছে সাতে। যথাক্রমে আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলংকার ওপরে আছেন তামিমরা। তবে শ্রীলংকার সঙ্গে পয়েন্ট ব্যবধান মাত্র তিন।

ওয়ানডে এবং টেস্ট র‌্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি না আসলেও টি-২০ র‌্যাংকিংয়ে শীর্ষ আটে ঢুকেছে বাংলাদেশ। পেছনে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানকে। টি-২০ র‌্যাংকিংয়ে বাংলাদেশের নামের পাশে দুই পয়েন্ট যোগ হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের সমান ২২৯ পয়েন্ট নিয়ে আটে আছে বাংলাদেশ। অন্যদিকে আফগানিস্তান পাঁচ পয়েন্ট হারিয়ে ২২৮ পয়েন্ট নিয়ে দশে নেমে গেছে।

Facebook Comments Box

Comments

comments

Posted ১০:৫৩ অপরাহ্ণ | শুক্রবার, ০১ মে ২০২০

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

 

President/Editor-in-chief :

Sayeed-Ur-Rabb

 

Corporate Headquarter :

 44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA, Phone : +6463215067.

Dhaka Office :

70/B, Green Road, 1st Floor, Panthapath, Dhaka-1205, Phone : + 88-02-9665090.

E-mail : americanewsagency@gmail.com

Copyright © 2019-2024Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997