রবিবার ২১ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

মেক্সিকোতে ট্রাম্পের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ

রয়টার্স   |   মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৭   |   প্রিন্ট   |   866 বার পঠিত

মেক্সিকোতে ট্রাম্পের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মেক্সিকোতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। এসব বিক্ষোভে তারা ট্রাম্পকে যুক্তরাষ্ট্র ও মেক্সিকো উভয় দেশের জন্যই ‘ভয়াবহ বিপদ’ হিসেবে আখ্যা দেন।
মেক্সিকোর পতাকা নিয়ে স্পেনিশ ও ইংরেজিতে লেখা ট্রাম্পবিরোধী প্ল্যাকার্ড বহন করা লোকজন গত রবিবার বিক্ষোভ মিছিলে অংশ নেন। অনেক বিক্ষোভকারী তাদের নিজ দেশের প্রেসিডেন্ট এনরিকে পেনা নিয়েতোর বিরুদ্ধেও বিক্ষোভ দেখান। মেক্সিকোর অবাধ দুর্নীতি ও সহিংসতা রোধ করতে না পারায় নিয়েতোকে একজন দুর্বল প্রেসিডেন্ট আখ্যা দিয়ে তার বিরুদ্ধে বিদ্রূপাত্মক স্লোগান দেয়া হয়।  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার আগে থেকেই ট্রাম্প মেক্সিকোর অভিবাসী ও বাণিজ্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন। প্রেসিডেন্ট হওয়ার পরপরই তার সেসব প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেন তিনি। এতে মেক্সিকো ও যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ মিত্র হওয়া সত্ত্বেও ট্রাম্প ও নিয়েতো কথার লড়াইয়ে জড়িয়ে পড়েন।
ট্রাম্পের নীতির কারণে ল্যাটিন আমেরিকান দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ মেক্সিকো সঙ্কটে পড়বে বলে আশঙ্কা করছে দেশটির কর্তৃপক্ষ। জাতীয় ঐক্যের এক বিরল প্রদর্শনী দেখিয়ে মেক্সিকোর বিভিন্নমুখী রাজনৈতিক দলগুলোর নেতা-কর্মীরা ট্রাম্পবিরোধী এসব বিক্ষোভে অংশ নেন। দেশটির প্রভাবশালী টিভি চ্যানেল টেলেভিসায় প্রচারিত বিক্ষোভ কর্মসূচির একটি বিজ্ঞাপন তাদের এ ধরনের পদক্ষেপে উত্সাহিত করেছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় কর্মকর্তাদের হিসাব অনুযায়ী, মেক্সিকোর সবচেয়ে বড় দুটি শহর মেক্সিকো সিটি ও গুয়াদালাজারাতে মোট ৩০ হাজার মানুষের বিক্ষোভ মিছিল হয়েছে
এ ধরনের দুটি বড় বিক্ষোভ মিছিল রাজধানী মেক্সিকো সিটির পাসিয়ো দ্য লা রেফর্মা অ্যাভিনিউতে অ্যাঞ্জেল অব ইন্ডিপেন্ডেন্টর্স মনুমেন্টে এসে অবস্থান নেয়। বিক্ষোভে অংশ নেওয়া ৬২ বছর বয়সী জর্জ রুয়িজ বলেন, ‘সে (ট্রাম্প) অত্যন্ত বাজে একজন মানুষ, নিজের পছন্দমতো চলা উচিত নয় তার।’ ‘মেক্সিকো শ্রদ্ধা দাবি করে, আমরা দেয়াল নয় সেতু চাই’ লেখা ব্যানার বহন করছিলেন মিছিলে থাকা বিক্ষোভকারীরা। আরেক ব্যানারে লেখা ছিল, ‘ট্রাম্প তুমি আমেরিকাকে ধ্বংস করছ।’ বিক্ষোভ মিছিলে এক সংগঠক মারিয়া পারো কাসার বলেন, ‘তার নীতি বিশ্বের জন্য একটি হুমকি। এটি বহুত্ববাদ ও বৈচিত্র্যের বিরোধী। এই নীতি মেক্সিকোর জন্য সুনির্দিষ্ট হুমকি।
নির্বাচনী প্রতিশ্রুতিতে মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তজুড়ে দেয়াল তোলার কথা বলেছিলেন ট্রাম্প। ক্ষমতা গ্রহণের পর গত তিন সপ্তাহ ধরে তার প্রতিশ্রুত দেয়াল নির্মাণের পথে এগিয়ে যাচ্ছেন তিনি। এই দেয়াল নির্মাণের খরচ মেক্সিকোকেই দিতে হবে বলে বারবার উল্লেখ করেছেন তিনি। পাশাপাশি যুক্তরাষ্ট্রের বসবাসরত লাখ লাখ অবৈধ অভিবাসীকে দেশটি থেকে বের করে দেওয়ার ইঙ্গিতও দিয়েছেন ট্রাম্প।

Facebook Comments Box

Comments

comments

Posted ১২:০৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৭

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997