অনলাইন ডেস্ক : | শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট | 1323 বার পঠিত
বলিউড তারকাদের মধ্যে প্রেমের সম্পর্ক নতুন কিছু নয়। আর এসব প্রেমকে স্রেফ গুঞ্জন বলে পাশ কাটানোটাও তারকাদের পুরোনো অভ্যেস। অনেকদিন আগে একই পথে হেঁটেছেন অর্জুন কাপুর ও সোনাক্ষী সিনহা। বলতে গেলে দেড়বছর আগেই সেই পাট চুকিয়ে ফেলেছেন তারা। এবার বলিউডের নতুন গুজবে কান দিলেই শোনা যাচ্ছে, আজকাল নাকি সোনাক্ষী সিনহার নতুন বন্ধু হয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা। দু’জনের মধ্যে বেশ গাঢ় বন্ধুত্বও চোখে পড়ছে। ‘ইত্তেফাক’ সিনেমার শুটিংয়ের কাজেই পুরো শুটিং ইউনিট এখন মালদ্বীপে। শুটিংয়ের বিরতিতে সোনাক্ষী আর সিদ্ধার্থ নাকি একসঙ্গে অনেকটা অন্তরঙ্গ সময় কাটান। সঙ্গে সঙ্গেই খবরটি চাউর হয় গণমাধ্যমে। এ প্রসঙ্গে সোনাক্ষী বলেন, ‘আমার আর সিদ্ধার্থর এ ধরনের ঘুরতে যাওয়ার ঘটনা এই প্রথম নয়। আমরা ভালো বন্ধু। এমন নয় যে, আমরা এখন প্রেম করছি। আমাদের বন্ধুত্বের ঘনিষ্ঠতা দেখে যে যাই ভাবুক না কেন আমি বলবো আমরা প্রেমিক-প্রেমিকা নই, স্রেফ বন্ধু।’ ‘ইত্তেফাক’ চলচ্চিত্র প্রসঙ্গে সোনাক্ষী বলেন, ‘নতুন এই চলচ্চিত্রে দর্শক আমাকে নতুনভাবে দেখতে পাবেন। এমন একটি চরিত্রে অভিনয় করছি যার জন্য আমি রোমাঞ্চিত। চলচ্চিত্রে দর্শক আমাকে আর সিদ্ধার্থকে দেখতে পাবেন জুটি হিসেবে।’
Posted ৮:৪৭ অপরাহ্ণ | শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ২০১৭
America News Agency (ANA) | Payel