
অনলাইন ডেস্ক : | রবিবার, ০৫ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট | 818 বার পঠিত
সর্শেষ ১২ বছর আগে একসঙ্গে কাজ করেছেন বলিউড তারকা রানী মুখার্জি ও সঞ্জয় লীলা বানসালি। তাদের জুটির শেষ ছবি ছিল ‘ব্ল্যাক’। মেয়ে হওয়ার পর এখনও পর্যন্ত বড় পর্দায় দেখা যায়নি রানীকে। আদিরাকে সময় দেয়াটাই এখন তার মুখ্য কাজ। তবে বড় পর্দায় দ্রুত ফিরছেন রানী। সে জন্যই সঞ্জয় লীলা বানসালির সঙ্গে ফের কাজ করতে চলেছেন তিনি রানীর মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মাঝে ইন্ডাস্ট্রিতে জল্পনা ছিল, বানসালি একটি ছবি তাকে প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু রানী তা করতে রাজি হননি। এসব একেবারেই গুজব। বরং সঞ্জয়ের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন তিনি। সূত্রের খবর, সিলভার স্ক্রিনে হয়ত চলতি বছরেই ফিরছেন রানী। সেজন্য চলছে জোর প্রস্তুতি। রানী পড়ছেন চিত্রনাট্য। শোনা যাচ্ছে, সম্প্রতি তাকে বানসালি একটি চিত্রনাট্য পাঠিয়েছেন। সংসার সামলানোর পাশাপাশি তা নিয়েই ব্যস্ত এ অভিনেত্রী। তবে এ বিষয়ে এখনো মুখ খোলেননি ‘মারদানি’ নায়িকা। এদিকে আরেকটি সূত্রে জানা গেছে, চলতি বছরেই রানী নতুন ছবির কাজে নেমে পড়বেন। বানসালি নায়িকা চূড়ান্ত করলেও নায়ক এখনো ঠিক করেননি। তবে শোনা যাচ্ছে সে তালিকায় খানদেরই কাউকে রাখছেন তিনি। সব মিলিয়ে বলা চলে, রানীর কামব্যাকটা ভালোভাবেই হতে যাচ্ছে।
Posted ৮:৩০ অপরাহ্ণ | রবিবার, ০৫ ফেব্রুয়ারি ২০১৭
America News Agency (ANA) | Payel